E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মফস্বল টিভি সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক রতন সরকারের জন্মদিন

২০২৩ নভেম্বর ১৩ ১৭:২৫:০৭
মফস্বল টিভি সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক রতন সরকারের জন্মদিন

ওয়াজেদুর রহমান কনক : 'সর্বোচ্চ  ত্যাগের শপথ আর কোটি মানুষের স্বপ্ন নিয়ে পা বাড়ালাম। দোয়া ক'রো উত্তরের ধূলিকণা, পানি ও বাতাস...'। আজ থেকে ঠিক চার মাস আগে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘন্টা কয়েক আগে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন উত্তরের টিভি সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক রতন সরকার। ১৩ নভেম্বর সাংবাদিকতার অন্তপ্রাণ এই ক্ষণজন্মা এই প্রবাদপুরুষের জন্মদিন। ঝুমবৃষ্টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্টাটাস দিয়েছিলেন সাংবাদিক রতন সরকার, জীবনের শেষ দিনটিও সৌভাগ্যক্রমে ঝুম বৃষ্টিদিন ছিল।

'আজ থেকে বছর দশ আগে এমন এক বর্ষামূখর দিনে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানিতে তলিয়ে যাওয়া দীপচরের খবর সংগ্রহ করতে যাই। ছৈঅলা নৌকার ভেতর কূলকিনারাহীন মাঝনদীতে আমরা। হঠাৎ বৃষ্টি। সেই বৃষ্টি থামে না। অগত্যা আমার চিত্রসাংবাদিক আরফিন হোসেন বৃষ্টিতে ভিজে অসাধারণ সব ছবি তুলে আনলো তার ক্যামেরায়। বৃষ্টির বর্ণনা দিতে গিয়ে লিখলাম .... অথৈ বানের পানি। মাথার ওপর ঝুমবৃষ্টি। অনেক দ্বিধাদ্বন্দ সত্বেও এমন একটা শব্দ ব্যবহার করে নিউজের স্ক্রিপ্টটা পাঠিয়ে গালমন্দ শোনার অপেক্ষায় রইলাম। এই বুঝি ফোন বেজে ওঠে সিএনইর। ফোন তুলেই শুনতে হবে ঝাঁঝালো কণ্ঠ।

-ঝুমবৃষ্টি- কোথায় পেলেন এমন শব্দ? কোন অবিধানে? এর মানে কী রতন? এমন কিছুই হলো না। ঝুমবৃষ্টি শব্দটা বহাল রেখেই ফেরৎ এলো স্ক্রিপ্ট। ভয়েজওভার পাঠিয়ে দিলাম। নিউজ অনএয়ার হলো। তারপর অনেককেই ব্যবহার করতে দেখেছি ঝুমবৃষ্টি। এর আবিধানিক অর্থ আমার জানা নেই। ঝিম ধরে থাকা ঝুমঝুম বৃষ্টি বোঝাতে অদ্ভূত একটা শব্দ ব্যবহার করেছি। সিএনইর চোখ ফাঁকি দিয়ে ওই শব্দ অনএয়ার হলো। রোমান্টিক কিছু ছেলেমেয়ে বর্ষার মুগ্ধতায় ব্যবহার করছে এই শব্দ।

কিছু মানুষের জীবনে বর্ষা নিদারুণ কষ্ট বয়ে আনে। আনেকের জীবন হয়ে ওঠে বিপন্ন। তবু বাংলার বুকে বর্ষার আলাদা একটা রূপলাবণ্য আছে। ছুটির দিনটায় আজ নেমেছে ঝুমবৃষ্টি। টিনের ঘরে দারুণভাবে উপভোগ করছি এই বৃষ্টি। পাশে বিভোর ঘুমে আচ্ছন্ন প্রিয় কন্যা। ডিমলাইটের হাল্কা আলোয় দেখা যায় তার প্রশান্তির মুখ। বহুদিন পর এমন সুখানুভূতিতে মন ভরে গেলো। এ অনুভূতি কিনতে পাওয়া যায় না।'

সাংবাদিকতার প্রকাশ্য পরিচয় ছাড়াও রতন সরকারের পরিচয় গড়ে উঠেছিল লেখালেখির দুনিয়ায় একজন ছড়াকার হিসেবে। নীলফামারীর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন সবখানেই ছিল সরব উপস্থিতি, মঞ্চ নাটকের একজন দুর্দান্ত অভিনয় শিল্পী, স্থানীয় পত্রিকা দৈনিক নীলকথায় লেখালেখি করে শুরু করেন সাংবাদিকতা জগতে পদচারণা। দুর্দান্ত প্রভাব নিয়ে সাংবাদিকতা করেছেন। ছিলেন জেলা প্রেসক্লাবের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক।

পাশাপাশি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জেলা যুবলীগের রাজনীতিতেও ছিলেন সক্রিয়। মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সব সময় ছিলেন আপোষহীন। ১৩ নভেম্বর ক্ষণজন্মা সাংবাদিকতার অন্তপ্রাণ এই গুণি মানুষটির জন্মদিন।

লেখক : গণমাধ্যমকর্মী।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test