E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আপনি কেনো ভোট দিবেন, কাকে ভোট দিবেন?

২০২৩ ডিসেম্বর ২২ ১৭:৩৯:৩১
আপনি কেনো ভোট দিবেন, কাকে ভোট দিবেন?

রিয়াজুল রিয়াজ


প্রশ্নটি অতি সাধারণ, আপনি কেনো ভোট দিবেন, কাকে ভোট দিবেন? আপনি হয়তো খুব সহজেই এই প্রশ্নের উত্তরটিও দিয়ে দিতে পারবেন এভাবে যে, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাঁকে দিবো। ব্যাস শেষ? না এতো সহজে ভাবলে হবে না। ভোট আপনার নাগরিক অধিকার, আপনি অবশ্যই এই অধিকারকে খর্ব করতে চাইবেন না। কোন দেশের নাগরিকের সবচেয়ে বড় অধিকারের একটি হচ্ছে ভোটাধিকার। ভোট দেয়ার আগে আপনি প্রথমত মনস্থির করুন রাষ্ট্রীয় নাগরিক অধিকার বলে আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। তারপর চিন্তা করুন আপনি অবশ্যই যাকে খুশি তাকে ভোট দিবেন না।

আপনি আপনার পছন্দের ব্যক্তিকেই ভোট দিবেন! হ্যাঁ অবশ্যই আপনি আপনার অপছন্দের ব্যক্তিকে ভোট দিবেন না! এখন আসেন আপনার পছন্দের ব্যক্তিটি কে? অবশ্যই তিনি আপনার দলের কেউ, কিংবা আত্নীয়, অবথা আপনার প্রতিবেশী কেউ হতেই পারে। তাই আপনি তাঁকে ভোট দিবেন, তাইতো? দিতেই পারেন, ওইটা আপনার অধিকার বা চিন্তা শক্তির পরিধির উপর নির্ভরশীল। ধরুন আপনি কোন দল করেন কিন্তু দল যাকে মনোনীত প্রার্থী করেছেন তিনি ভালো মানুষ না, তবুও কি আপনি তাঁকে ভোট দিবেন? আপনার উত্তর হ্যাঁ হলেও আমার উত্তর না! কারণ, এইটা জাতীয় সংসদ নির্বাচন, মেম্বার নির্বাচন নয়! আপনাকে অবশ্যই এই নির্বাচনে বৃহত্তর ও সুদূরপ্রসারী চিন্তা করতে হবে। সৎ যোগ্য প্রার্থীকে আপনি সিলেক্ট করুন এবং তাঁকে ভোট দিন হোক সে আপনার দলের বা অন্য দলের। একজন সৎ লোক নির্বাচিত হলে তিনি দায়িত্ব অবহেলা করবেন না, সৎ চিন্তা করবেন, সৎ কাজ করবেন, যা আপনার ভবিষ্যত প্রজন্ম ও জাতির জন্য মঙল বয়ে আনবে।

আবার ধরুন, যারা ভোটে দাঁড়িয়েছেন তাঁদের কাউকেই আপনি পছন্দ করেন না বা এর মধ্যে একাধিক লোককে আপনার পছন্দ, তাহলে আপনি কি করবেন? আপনার ভোট তো মাত্র একটি! অবশ্যই আপনার দু'জনকে পছন্দ হতে পারে কিন্তু সেক্ষেত্রে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, দুই জনের মধ্যে শাসক বা আইনপ্রনেতা হিসেবে কেউ একজন অপেক্ষাকৃত ভালো, শিক্ষিত ও সৎ বটে! পেয়ে যাবেন আপনার প্রার্থী। আপনি ভোট তাঁকেই দিবেন, যিনি সামগ্রিক বিবেচনায় সৎ, মার্জিত ও ভদ্র। কোন প্রার্থী পছন্দ না হলে কিংবা আপনার দল নির্বাচনে না আসলে কি আপনি ভোট দিবেন না? অবশ্যই দিবেন।। কারণ আপনার ভোটটি মহামুল্যবান, ভোট প্রয়োগ প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্বও। আর কোন মানুষই চায় না তাঁর মহামুল্যবান সম্পদটি অবহেলায় নষ্ট হোক। ভোট প্রয়োগ আপনার নাগরিক পালনীয় দায়িত্বও। আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন। আপনার গভীর চিন্তা চেতনায় যাকে আপনার অপেক্ষাকৃত সৎ যোগ্য মনে হয়, তাকে দিন। তবে ভোট দিন। কখনোই কারো কাজে ভোট বিক্রি করবেন না। ভোট বিক্রি করা আর নিজের সতিত্ব বিক্রি করা, নিজের অস্তিত্ব বা নিজের অধিকার বিক্রি করা একই কথা।

ভোটের গুরুত্ব আপনি বুঝেন বলেই আপনি রাষ্ট্রের ভোটার। সুতরাং রাষ্ট্রের প্রতি নাগরিক দায়িত্ববোধ থেকে আপনি ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন, আপনার একান্ত পছন্দের প্রার্থীকেই দিন। ভোটাধিকার প্রয়োগ করে আপনি আপনার রাষ্ট্র প্রদত্ত গর্বিত নাগরিক দায়িত্ব পালন করবেন এটাই কামনা করি। মনে রাখবেন, আপনি ভোট না দিলেও কোন না কোন প্রার্থী নির্বাচিত হবে, হতে পারে সেটা আপনার কাঙ্ক্ষিত প্রার্থী নয়! আপনার ভোট পায়নি তাই আপনার প্রার্থী হেরেছে! এসব হতেই পারে, হয়ও। আপনি ভোট না দিলে নির্বাচিত জনপ্রতিনিধির আপনার প্রতি জবাবদিহিতা থাকবে না। আপনি যদি মানুষ হোন, আপনি অবশ্যই কোন জনপ্রতিনিধি বা সরকারের সমালোচনাটুকুও করতে পারেন না, যদি আপনি ভোটই না দেন। এমনকি ভোট না দিলে আপনার তো নির্বাচিত প্রতিনিধি থেকে সেবা নিতেও লজ্জাবোধ হওয়া উচিত, তাই নয় কি?

সুতরাং ভোট দিন, ভোট দিয়ে আপনি আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করতে ভুমিকা রাখুন। সর্বোপরি দেশের আলো বাতাসে বেড়ে উঠা একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভোটের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালন করুন। আপনার ভোট প্রয়োগের পরে নির্বাচনে আপনার প্রার্থী হেরে গেলেও একজন নাগরিক হিসেবে আপনি দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেই বিবেচিত হবেন নিজের কাছে, দেশের কাছে। আপনার ভোটে উপকৃত হবে দেশ ও উপকৃত হবে জাতি।

লেখক: সাংবাদিক।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test