E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরে এসেছে রাস্তা পারাপারে চির চেনা দৃশ্য

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৪:৪২:৪৮
ফিরে এসেছে রাস্তা পারাপারে চির চেনা দৃশ্য

হাবিবুর রহমান : ফুটওভার ব্রিজ থাকার শর্তেও তা ব্যাবহার না করে অবৈধ ভাবে রাস্থা পারাপার হওয়া পুরনো কথাই । অবৈধভাবে রাস্তা পারাপার ঠেকাতে কিছু দিন আগে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছিল ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত । এখন সেটা অচল আর তাই মহানগরীর অতি পরিচিত সেই চিত্র আগের অবস্থানে ফিরে এসেছে।

১৮৬০ সালের দণ্ডবিধি ৩৯০ ধারার রাস্তা পার হওয়ার আইন অপরাধের ধরন অনুযায়ী ২০০ টাকা জরিমানা ও সর্বোচ্চ ৬ মাসের জেল দিতে পারবে আদালত। এ আইন অমান্য করে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে আগের মতোই রাস্থাপারাপার হচ্ছে পথচারিরা। এ সব আইন অমান্য করছে আইন শৃঙ্খলা বাহিনী সামনেই।

এ বিষয়ে বাটারা থানার এস আই মোনাজ্জির জানান, আমরা ভুক্তভোগী। আমরা যথাসাধ্য চেষ্টা করেও বাধা দিয়ে রাখতে পারছি না।

সরেজমিনে বারিধারার নতুন বাজারে গিয়ে দেখা যায়। লোকজন যাতে ফুটওভার ব্রিজ ব্যাবহার করে সে জন্য বাঁশ, নেট দিয়ে রাস্থার আইলেন বন্ধ করে দেয়া হয়েছে । কিন্তু তার পরও পথচারিরা বাঁশের উপর দিয়ে পারাপার হচ্ছে ।

পুলিশের সহযোগী হান্নান জানান, এই পর্যন্ত তিন চার বার রাস্থা বন্ধ দেয়া হয়েছে । পথচারীরা এই গুলো ভেঙ্গে উপর দিয়ে চলাচল করছে । প্রতিদিন এই ভাবে পথচারীরা চলাচল করায় গাড়ি চলাচল করতে বিগ্ন গঠছে । সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ফুটওভার ব্রিজ ব্যাবহার না করার কারন জানতে চাইলে পথচারীর রাফিক জানান, ওভার ব্রিজে সময় বেশি লাগে। ওভার ব্রিজ আছে তা খেয়াল করিনি।

মায়ের সঙ্গে আসা সুরবি জানান, সবাই আসে তাই আমরা এসেছি। এক প্রশ্নের জবাবে সে জানায়, আমাদের আসতে কোন সমস্যা হয়নি। পুলিশ ধরলে কি আমরা আসতাম ।



(ওএস/এসসি/সেপ্টেম্বর২১,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test