E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রবাসে বাংলাদেশের রাজনীতি, সভাপতি ও সম্পাদক মানেই চরম বিনোদন

২০১৬ ফেব্রুয়ারি ০৪ ১০:০৭:২৮
প্রবাসে বাংলাদেশের রাজনীতি, সভাপতি ও সম্পাদক মানেই চরম বিনোদন

মাহবুব আরিফ : প্রবাসে কিছু কিছু বিষয় এখন এতটাই হাস্যকর পর্যায়ে চলে গেছে যে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের মর্যাদা আর সম্মান নিজেরই ক্ষুণ্ণ করতে বসেছে। বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দল গুলোর দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশি প্রবাসীরা প্রবাসে এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোটাধিকার অর্জন করে নাই, প্রবাসী বাংলাদেশিদের প্রবাসে থাকাকালীন অবস্থায় জাতীয় নির্বাচনে যাদের কোনই অংশ গ্রহণ বা ভূমিকা নাই, বাংলাদেশের কোন রাজনৈতিক গঠনতন্ত্রে প্রবাসে কোন শাখা সংগঠন নাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নামের সাথে সাদৃশ্য রেখে প্রবাসে নেতা সেজে বসাটা সত্যি হাস্যকর, ওই সব নেতারা নিজেরাই জানেন না যে প্রবাসে বাংলাদেশের কোন শাখা সংগঠন থাকে না, প্রবাসে বসে বাংলাদেশের রাজনৈতিক দলের আদর্শ নিয়ে নিবন্ধনও পাওয়া যায় না, বাংলাদেশের রাজনৈতিক দলের গঠনতন্ত্রের ও আদর্শের উপর ভিত্তি করে প্রবাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তৈরি করা যায় না, তারপরও এইসব রাজনৈতিক দলের সাদৃশ্য নামধারী অলিখিত বা প্রবাসে নিবন্ধন বহির্ভূত সংগঠনগুলোকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নাকি অনুমোদন দিয়ে থাকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রবাসে কোন রাজনৈতিক নামধারী সংগঠনকে অনুমোদন দেবার প্রয়োজন পরে কি?

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এইসব বিনোদন দেয়া সংগঠনগুলোকে সমর্থক গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করতে পারে, তাতে অন্তত হাইব্রিড বা নতুন গজানো নেতাদের দৌড়ঝাঁপ কিছুটা হলেও বন্ধ হবে, প্রবাসী নেতা সেজে রাজনৈতিক চাটুকারিতা বন্ধ হবে, রাজউকের জায়গা জমি গ্রহণের উপর রাজনৈতিক প্রভাব অনেকাংশে কমে যাবে, দলীয় সুবিধা ভোগকারীদের উৎপাত থেকে রাজনৈতিক দলগুলো একটু রেহাই পাবে। প্রবাসে বাংলাদেশি জাতীয় নেতা বা দলীয় প্রধানকে সম্বর্ধনা দেবার লোকের অভাব হবে না, এতে প্রবাসী বাংলাদেশিরা ভীষণ খুশি মনেই স্বতঃস্ফূর্ত ভাবেই রাজনৈতিক দল গুলোকে সমর্থন দেবে, এতে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে সরকার আরও একধাপ এগিয়ে যাবে।

(পি/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test