E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাল কিছু করতে না পারলেও যেন কারো ক্ষতি না করি

২০১৬ এপ্রিল ২০ ১৫:২৮:৫৯
ভাল কিছু করতে না পারলেও যেন কারো ক্ষতি না করি

এম কাফিল উদ্দিন বাহাদুর : 'কেয়া তোম কাশ্মীর কাশ্মীর করতাহে, বাঙ্গাল কি বাত করো, যো হামারা কাম হ্যায়।'- বঙ্গবন্ধু"

১৯৬৬ সালের ২৪ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ বাবুল (বাবুলের পরিচয় : ষাটের দশকে বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে গঠিত বিপ্লবী সংগঠনের প্রথম সংগঠকদের অন্যতম একজন এলাকায় তিনি ক্যাপ্টেন বাবুল নামে পরিচিত) যখন বঙ্গবন্ধুকে লে. মোয়াজ্জেমের বাসায় নেওয়ার জন্য লাকামো হাউসে যান তখন সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপরত পশ্চিম পাকিস্তানি নেতারা বঙ্গবন্ধুকে পূর্ব পাকিস্তানের গভর্নর হওয়ার প্রস্তাব দেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। বেশ কয়েকটি বই পড়ে জানতে পারলাম বাবুল সাহেবের একই বক্তব্য, একই কথা, তা তুলে ধরলাম আপনাদের মাঝে।

বাবুল বলেন, "আমি সেদিন লাকামো হাউসে গিয়ে দেখি পশ্চিম পাকিস্তানি কয়েকজন নেতার সাথে বঙ্গবন্ধু আলাপ করছিলেন। আমি তাঁদের থেকে দূরে একটু দূরে বসলেও তাঁদের আলাপের কথা আমার কানে আসছিল। একজন যা উর্দূতে যা বলছিলেন- 'অাপনি পূর্ব পাকিস্তানের গভর্নরশিপটা নিয়ে নেন'। শেখ সাহেবের উত্তর কড়া ভাষায় জবাব ছিল, 'না আমি গভর্নর হওয়ার জন্য লালায়িত না। পূর্ব পাকিস্তানের মানুষ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে যে বঞ্চনার শিকার হচ্ছে তাঁদের জন্য কিছু করা যায় কিনা তা নিয়ে আমি ভাবছি।'

এক পর্যায়ে আরেকজনের কি একটা কথার উত্তরে গলা ছাড়িয়ে শেখ সাহেব বলে উঠেন, 'কেয়া তোম কাশ্মীর কাশ্মীর করতাহে, বাঙ্গাল কি বাত করো, যো হামারা কাম হ্যায়।' উনার বলিষ্ঠ কন্ঠের কথাগুলো শুনে আমার লোম খাড়া হয়ে যায়। তিনি বক্তব্যে নয় শুধু যেখানে বৈঠক সেখানে বাঙ্গালীদের স্বার্থেই কথা বলতেন। বাঙ্গালীর জন্য চিন্তা করতেন, নিজের জীবন ঝুঁকির দিকে ঠেলে দিয়ে বাঙ্গালীর জন্য ভাবতেন এমন নেতা বাংলায় খুঁজে পাওয়া বড়ই দুষ্কর।

হে প্রিয় সহযোদ্ধারা- আসুন রাজনীতি করি পাশাপাশি জনকের মতন বাঙ্গালী ভাই/বোনদের জন্য কিছু করার চিন্তা করি। ভাল কিছু করতে না পারলেও যেন কারো ক্ষতি না করি। দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিই। জনক যেখানে গভর্নরশিপের কাছে নিজেকে বিক্রি করেনি, সেখানে আমরা সামান্য টাকার কাছে হেরে যাই! চলুন আমরা নিজেকে বিক্রি না করে মুজিবীয় আদর্শে আদর্শিত হয়ে কাজ করে যাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

(এমকে/এএস/এপ্রিল ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test