E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন হচ্ছে এসব হত্যাকাণ্ড, উদ্দেশ্য কি ?

২০১৬ জুন ০৭ ১৭:৩০:০৯
কেন হচ্ছে এসব হত্যাকাণ্ড, উদ্দেশ্য কি ?

রিয়াজুল ইসলাম রিয়াজ : ইদানীং মাঝে মধ্যেই বাংলার বুক রক্তাক্ত করছে সেই পুরানা হায়ানার দল। একের পর এক ঘটাচ্ছে বিভিন্ন হত্যাকাণ্ড। যার ফলে দেশ ও জাতির মাঝে নেমে আসছে একরাশ হতাশা ও অনাকাঙ্ক্ষিত আতঙ্ক।

ঘটনার পরপর ব্যস্ততা বেড়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর, টকশোবাজদের মুখে খইফোটার জন্য তারা খুঁজে পান নতুন উপকরণ, সংবাদকর্মীরা ব্যস্ত হয়ে পরেন এক্সক্লুসিভ সংবাদ সংগ্রহ, প্রচার ও সংবাদ বিশ্লেষণ নিয়ে। সরকারদলীয়, বিরোধীদল ও বিভিন্ন রাজনৈতিক নেতারা ব্যক্ত করেন তাদের বিভিন্ন বক্তব্য, সরকারের দায়িত্বশীল মহল থেকে আসে ভিবিন্ন ধরনের আশ্বাস, দেশের নানা সামাজিক ও রাজনৈতিক সংঘটন মাঠে নেমে পালন করেন নানাবিধ কর্মসূচী, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আলোচনা ও সমালোচনার ঝড়!! তারপর.......??

আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়, আর আমরা সবাই ভুলে যেতে থাকি যার যার অবস্থান থেকে। ভুক্তভুগি পরিবারগুলো অপেক্ষায় থাকেন অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ন্যায্য বিচারের আশায়!

কিন্তু দুঃখের বিষয় এসব হত্যাকাণ্ডের আশানুরূপ সঠিক বিচার এখনও হয়নি। অথচ একই কায়দায় একশ্রেণীর লোকজনই এইসব হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে চলেছে বারবার। আর স্পষ্টই বোঝা যাচ্ছে, বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও সরকারকে বেকায়দায় ফেলতে একটি দেশবিরোধী অপশক্তি এই কাজগুলো খুব ঠাণ্ডা মাথায় অবলীলায় ধারাবাহিকতার সাথে একের পর এক করে যাচ্ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি আর সহ্য করে যাচ্ছি!

এখনই সময় এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। অন্যথায় এভাবে চলতে থাকলে আমাদের মুক্তিযুদ্ধের এদেশকে একদিন কঠিন মূল্য দিতে হবে, বিশ্ব দরবারে মাথা তুলে দাড়ানো এ বাংলাকে পড়তে হবে কঠোর সমালোচনার মুখে। হুমকিতে পড়বে আমাদের এতদিনে অর্জিত সব সম্মান ও গর্বিত ঐতিহ্য।

(ওএস/অ/জুন ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test