E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাননীয় প্রধানমন্ত্রী, তাঁকে ফাঁসিতেই ঝুলান

২০১৬ আগস্ট ১৮ ১৮:২৩:২৫
মাননীয় প্রধানমন্ত্রী, তাঁকে ফাঁসিতেই ঝুলান

এজাজ আল মাছুম :


মুক্তিযুদ্ধে হারিয়েছেন স্বজনদের। শিক্ষা হয়নি তাতেও, বৈরী পরিবেশেও লিখেছেন স্বাধীনতার সনেট। যুদ্ধাপরাধীদের নির্মম, নিষ্ঠুর ইতিহাস তুলে এনেছেন প্রজন্মের সামনে। বিনিময়ে  খুইয়েছেন একটি পা। থামেননি তবু। প্রবীর সিকদার লোকটা আসলেই মস্ত বড় অপরাধী। মাননীয় প্রধানমন্ত্রী, কারাগারে নয়, তাঁকে ফাঁসিতে ঝুলান।

যখন বঙ্গবন্ধুর নাম মুখে আনা ছিল রাষ্ট্রবিরোধীতার সামিল; বিপর্যস্ত সেই সময়ে প্রবীর সিকদার অবলীলায় বলতে পারেন, একাত্তরে পিতাসহ স্বজনদের হারানোর পর থেকে শেখ মুজিবই আমার পিতা, আমার সব। বঙ্গবন্ধুর কথা, মুক্তিযুদ্ধের কথা প্রজন্মকে জানাতে এক পা নিয়েও তিনি চষে বেড়ান বাংলাদেশ। এই লোকটা ভয়ঙ্কর অপরাধী। মাননীয় প্রধানমন্ত্রী, কারাগারে নয়, তাঁকে ফাঁসিতে ঝুলান।

তখনও হাইব্রিডদের ভিড় হয়নি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে। যখন শেখ হাসিনা আর আওয়ামীলীগ একটি অলাভজনক প্রতিষ্ঠান; যখন গুলি, বোমা আর গ্রেনেড ছিল শেখ হাসিনার কপাল লিখন, তখন প্রবীর সিকদাররাই বন্ধু ছিলেন, ছিলেন ভাই।

প্রবীরদা খুব সহজেই লিখতে পারতেন, 'আমার বোন শেখ হাসিনা'। তখন শেখ হাসিনার পাশে তৈরি হয়নি এমন মোহময়ী কাঁচের দেওয়াল। বঙ্গবন্ধু, বাংলাদেশ আর একাত্তরকে বড় বেশি ভালবাসেন প্রবীর সিকদার । এমন জঘন্য অপরাধের শাস্তি কারাদণ্ড হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, তাঁকে ফাঁসিতে ঝুলান।

আরও একটা ভয়াবহ অপরাধ তাঁর। তিনি হিন্দু , তথাকথিত সংখ্যালঘু । তারপরও চরম দুঃসাহসে প্রতিবাদ করেন পরাক্রমশালী মোশাররফ আর নুলা মুসাদের অন্যায়ের বিরূদ্ধে। এমন অসভ্যতার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী, কারাগারে নয়, প্রবীর সিকদারকে ফাঁসিতেই ঝুলান।

লেখক : ইতালি প্রবাসী।

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test