E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বাস ও আদর্শ ধ‌রে রাখার প্রার্থনা : দুই

২০১৬ সেপ্টেম্বর ০৯ ২১:০৯:৪৭
বিশ্বাস ও আদর্শ ধ‌রে রাখার প্রার্থনা : দুই

খালেদ সরফুদ্দীন :


রাজনীতির বিভিন্ন ধারাবাহিকতা আছে সে সবের ব্যাখ্যা রাষ্ট্র বিজ্ঞানীরা ভালো দিতে পারবেন । তবে আমার মতো অতি নগন্য মানুষের সাদাকালো চোখে বাংলাদেশের রাজনীতিকে আদর্শ আর সমঝোতার রাজনীতিতে আপাতত ভাগ করতে পারি। সমঝোতার রাজনীতিরও অনেক ব্যাখ্যা আছে সেসব অন্যদিন বলা যাবে এবং প্রখ্যাত রাষ্ট্র বিজ্ঞানী ম্যাকিয়াভেলির রেফারেন্স ও দেওয়া যেতে পারে। আজ আমি বলবো আদর্শের রাজনীতির কথা।

আদর্শের রাজনীতির শেকড় খুব গভীরে ।আদর্শের রাজনীতিকে ধারণ করতে পারা অহংকারের ,গর্বের । আদর্শের রাজনীতিকে ধারণ করতে পেরেছিল বাঙালীর সোনালী নেতা হোসেন শহীদ সোহরাওয়ারদী , মৌলানা ভাসানি এবং জাতির জনক বঙ্গবন্ধুর মতো কিছু নেতা ।

আগের প্রথম পর্বের লেখার শেষে যারা নেগেটিব মন্তব্য করেছেন, আমি তাঁদের সবিনয়ে বলব্‌ আমি নিজের চোখে যা দেখি মিডিয়াতে এবং নিজে বিভিন্ন আয়োজনে উপস্থিত থেকে আর সঠিক ইতিহাস পড়েই ট্যাবের সামনে বসি। তাছাড়া আজকাল অনলাইনে সব পাওয়া যায় ।

বঙ্গবন্ধু আদর্শ থেকে বিচ্যুত হননি বলেই তাঁকে অকালে প্রাণ দিতে হয়েছে এবং আজকের শেখ হাসিনা আদর্শকে ধরে আছেন বলেই কারো পরোয়া না করে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারছেন ।

তৃণমূল এবং শেখ হাসিনা একটা অলৌকিক সম্পর্ক ।

মাঝখানে ওরা কারা ?

আজকে একজন গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের কণ্ঠে যখন শুনি ৮ সেপ্ট‌েম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখন আমাদের হতাশ হওয়া ছাড়া কিছুই থাকে না । যিনি বিশ্ব সাক্ষরতা দিবস কি ? বুঝেন না , এইসব হাইব্রিডরা আদর্শের কি করে বুঝবে ! আমাদের কষ্ট হয় ওরা আজ মন্ত্রীসভায় বসে।

এই নিউইয়র্কে অনেকগুলো বাংলা সাপ্তাহিক পত্রিকা। প্রায় পত্রিকাগুলোতে শেখ হাসিনার আগমন উপলক্ষে বিজ্ঞাপন দেয় এখানকার আওয়ামীলীগের নেতারা। অন্য সময়ও উনারা গ্রুপ করে পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেয় পৃষ্টপোষকতা করে। ওই সব পত্রিকার সম্পাদকদের পকেটে ডলারের নোট গুঁজে দেন যেন নেত্রীর সাথে ছবি ছাপানোর একটা প্রতিযোগিতা। অথচ এই পত্রিকাগুলো শেখ হাসিনা এবং আওয়ামীলীগ নিয়ে প্রায় সময় যখন অশ্লীল নিউজ করে তখন কেউ প্রতিবাদ করে না। কোন কোন পত্রিকা কি কি নিউজ করেছে গত ১০ বছরে ? কারা বিজ্ঞাপন দেয় ওদের? সব সবকিছু আমার কাছে আছে ।

আওয়ামীলীগ এবং শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য একটা পত্রিকা নেই এই নিউইয়র্ক শহরে। এর দায়ভার এ পাড়ার কোনো আওয়ামীলীগ নেতা এড়িয়ে যেতে পারবেন না ।

ও পাড়ায় এবং এ পাড়ায় আদর্শের রাজনীতি তাহলে কাদের দিয়ে হবে ?

বিশ্বাসের আদর্শ ধরে রাখা একটা প্রার্থনা , কেউ এই প্রার্থনা ধরে রাখছে না কেন ?

আর এই আওয়ামীলীগের সকল জমিদারী সুযোগ সুবিধা ভোগ করা এবং ভেতরে চুপ করে বসে থাকা মোল্লাদের কথা না হয় অন্যদিন বলবো !

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test