E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উইকিলিকস : ঢাকার মার্কিন দূতাবাসের গোপনীয় তারবার্তা

২০১৬ অক্টোবর ২৩ ২০:৪০:২৭
উইকিলিকস : ঢাকার মার্কিন দূতাবাসের গোপনীয় তারবার্তা

ডেস্ক নিউজ : উইকিলিকস ওয়েবসাইটে প্রকাশিত  ঢাকার মার্কিন দূতাবাসের গোপনীয় তারবার্তা,নং-৮ ঢাকা ৭২১  তারিখ: ৩ জুলাই ২০০৮, সময়: ০৪: ৩৫, শ্রেনী:সিক্রেট/নোফর্ন।   

ডিজিএফআই বেশ ভীতিকর একটি সামরিক গোয়েন্দা শক্তি,যারা ২০০৭ সালের জানুয়ারী মাসে সেনাপ্রধান জেনারেল মইন উদ্দিন আহম্মেদের প্রবল সমর্থনসহ তত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার সময় থেকেই অভ্যন্তরীন রাজনীতিতে সক্রিয় রয়েছে।তত্বাবধায়ক সরকার এ বছরের [২০০৭ ] মধ্যে গনতন্ত্রে প্রত্যাবর্তন চায়;যে ব্যাপক রাজনৈতিক সহিংসতা ও দূর্নীতি দেশকে বিপর্যস্ত করেছে তার অবসান চায়।

বিএনপি'র দুজন সংস্কারপন্থী নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার ভাই সাবেক সংসদ সদস্য আকমল ইবনে ইউসুফ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তাকে কয়েকদিন আগের ডিজিএফআই-এর সাথে একটি বৈঠকের কথা বলেন,যেখানে ডিজিএফআইয়ের তিনজন উর্ধতন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যে, রাজনৈতিক সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করতে তিন বছর ধরে সরকারের উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রন থাকা প্রয়োজন। সংস্কারপন্থী এই দুই নেতা ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল গোলাম মোহাম্মদ ও সন্ত্রাসবাদ দমন বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিনের সঙ্গে পুনঃ পুনঃ দেখা করে তাদের দলে সংস্কারের বিভিন্ন ফর্মূলা উপস্থাপন করেন। ডিজিএফআই প্রধানকে ভ্রাতৃদ্বয় বলেন, ডিসেম্বরের মধ্য নির্বাচন হলে বিএনপির মূলধারার খালেদা-অনুগতরা যদি নির্বাচন বর্জনের ডাকও দেয়, দলটির সংস্কারপন্থীদের গুরুত্বপূর্ন কাজ হবে নির্বাচনে অংশগ্রহন করা। ডিজিএফআই বলে, তারা নির্বাচনে সংস্কারপন্থী ও সমমনা প্রার্থীদের বিজয় নিশ্চিত করবে।

সূত্র : সংগ্রহ/হুমায়ুন মিঞা, সমাজকর্মী ও কলাম লেখক।

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test