E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ইজ্জত যাবে না ওয়ালটনে'

২০১৭ মে ০৪ ০৮:৩৯:১২
'ইজ্জত যাবে না ওয়ালটনে'

তামান্না সেতু : ওয়ালটন পন্য দিয়ে আমার ঘর বাড়ি ভরা। কোন সমস্যা পাই নাই। জীবনে প্রথম এয়ার কুলার কেনার সময় সবাই বলছিল, জেনারেল কিনেন। আমি পাত্তা দেই নাই, ওয়ালটনই কিনছি।

কেনার ৩ মাস পর বাড়ি বদলানোর সময় এসির আউটার তিনতলা থেকে নীচে পড়ে গেছিল, ব্যাকা হয়ে গেছে কিন্তু ভেতরে কোন সমস্যা হয়নাই। এখনো ঠিকঠাক চলছে। এক সপ্তাহ আগে আরেকটা এসি কিনছি দুই টনের, ইহাও ওয়ালটন। দুই টনের জেনারেল এসি ৯২ হাজার। ওয়ালটন ৫৪ হাজার।

কারো কাছে কি মনে হচ্ছে আমি ওয়ালটনের প্রচার করছি? মনে হলে ঠিক মনে হচ্ছে। আমি আসলেই তাই করছি। তবে প্রচারনার জন্য মিথ্যা বলছি না।
কোয়ালিটি এর থেকে খারাপ হলেও আমি ওয়ালটনই ব্যবহার করতাম। আমার দেশের পন্য উৎপাদন শুরু হয়েছে, শুরুতে কোয়ালিটি খারাপ হলেও আমরা যদি পাশে থাকি তবে এটা উৎরে যাবে আমি জানি।

২০০ বছরের ইংরেজ শাসন অবসানে কোন আন্দোলন বিশাল ভূমিকা রেখেছিল আপনাদের কি মনে আছে? আমরা ঢাল তলোয়ার গোলা বারুদ দিয়ে কিন্তু তাদের তাড়াইতে পারি নাই। আন্দোলনের নাম ছিল ‘স্বদেশী আন্দোলন’। আমরা ওদের পন্য ব্যবহার ছেড়ে দিছিলাম। চড়কায় বোনা কাপড় পরে গান্ধীর ইজ্জত যায় নাই।

ইনশাআল্লাহ ওয়ালটনেও আমাদের ইজ্জত যাবে না।

লেখক : পরিচালক, বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়।

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test