E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিষয় : সাংবাদিকতা

২০১৭ জুলাই ১৮ ০৫:৪০:৪০
বিষয় : সাংবাদিকতা

মেহরাজ সম্রাট :

সাংবাদিকতা একটি মহৎ পেশা বলে আমরা সবাই জানি । তবে বর্তমানে সাংবাদিকতা পেশা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন । 


 

কেন উদ্বিগ্ন?

এর পেছনে অনেক গুলো কারন রয়েছে । আজকাল প্রায় লোক মুখে শুনে থাকি সাংবাদিকতা করার জন্য সাংবাদিকতা বিষয়ে গ্রাজুয়েশন না করেও সাংবাদিকতা করা যায় । কারন তাদের বক্তব্য হলো সাংবাদিকতা অনেক সহজ । সাংবাদিকতা করার জন্য সাংবাদিকতা পড়ার প্রয়োজন হয় না । সাংবাদিকতা না পড়েও সাংবাদিক হওয়া সম্ভব । নিরবে তাদের বক্তব্য গুলো মেনে নিলাম । আমিও ধরে নিলাম সাংবাদিকতা না পড়েও সাংবাদিকতা করা যায় বা সাংবাদিক হওয়া যায় ।

কেন মেনে নিলাম?
প্রায়ই দেখে থাকি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টাল গুলোতে অনেকে সাংবাদিকতা করছেন যারা সাংবাদিকতা পড়েন নাই । আমার চেনা জানা এরকম অনেকে আছে যারা হয়তো ডাক্তারি পড়তেছে না হয় ইঞ্জিনিয়ারিং পড়তেছে অথবা অন্য কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে বা এসব বিষয় নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে সাংবাদিকতা করছেন । এসব দেখে বুঝে নিতে হলো তারা সাংবাদিকতা না পড়েও সাংবাদিকতা করছেন । তাহলে সত্যি যারা বলে সাংবাদিকতা করার জন্য সাংবাদিকতা পড়ার দরকার হয় না তারা কেবল মিথ্যে বলেন নাই ।
আমি কেন এ বিষয় নিয়ে কথা বলতেছি । আসলে এ বিষয় নিয়ে কথা বলার পেছনেও অনেক গুলো কারন রয়েছে । কারন কি! এর চেয়ে বেশি আক্ষেপ রয়েছে আমার ।

আমার আক্ষেপ কেন?
যারা সাংবাদিকতা নিয়ে গ্রাজুয়েশন করতেছে তাহলে তারা কি করবে? হয়তো বলবেন, তারা সাংবাদিকতা করবে । হুম তারা সাংবাদিকতা করবে । কিন্তু তাহলে তারা কেন সাংবাদিকতা পড়তেছে ! অন্য সাবজেক্ট নিয়ে যদি পড়ালেখা করে সাংবাদিকতা করা যায় তাহলে তো কোন দরকার নেই এই বিষয়ে পড়ালেখা করার । কারন সাংবাদিক হওয়ার ইচ্ছে থাকলে তো যেকোন বিষয় নিয়ে পড়ে সাংবাদিক হওয়া যাচ্ছে । তাহলে কেন প্রচলিত শিক্ষা ব্যবস্থাই সাংবাদিকতা বিষয় চালু রয়েছে !
তবে কি যারা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বাংলা, ইংরেজি সহ অন্য বিষয় নিয়ে পড়ে সাংবাদিক হচ্ছে তাহলে তাদের মত যারা সাংবাদিকতা পড়তেছে তারা সাংবাদিকতা পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে ! হুম জানি কি উত্তর আসবে । বলবেন সাংবাদিকতার সাথে কখনো ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং সামঞ্জস্য না । হ্যাঁ এটাই জানতে চেয়েছিলাম । যদি সামঞ্জস্য না হয় তাহলে কিভাবে অন্য বিষয় নিয়ে পড়ে সাংবাদিকতা করা যায় । আপনার যুক্তি মেনে নিতেই হবে সেহেতু এখন বলবেন সাংবাদিকতা যতটা সহজ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ততটা সহজ না । তাই যে কেউ সাংবাদিকতা করতে পারে ।
অতএব আমার আক্ষেপ থেকেই গেল ! আর জানি না কতদিন আমার এই আক্ষেপ থাকবে ! তবে অবশেষে আবারও আক্ষেপ নিয়ে আমাকে বলতে হচ্ছে, সাংবাদিকতা করার জন্য সাংবাদিকতা বিষয় নিয়ে গ্রাজুয়েশন করার দরকার হয় না! ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা যে কোন বিষয় নিয়ে পড়ালেখা করে সাংবাদিকতা বা সাংবাদিক হওয়া যাই!

লেখক : ছাত্র, সাংবাদিকতা বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test