E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলায় আমিনুল ইসলাম মামুনের ‌‘বিড়াল ও তেলাপোকা’

২০১৮ ফেব্রুয়ারি ০৪ ১৬:৫৯:৩৮
মেলায় আমিনুল ইসলাম মামুনের ‌‘বিড়াল ও তেলাপোকা’

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ছোটদের জন্য সাতভাই চম্পা প্রকাশনী থেকে এবারের বইমেলায় এলো সাহিত্যিক ও সাহিত্য সাংবাদিক আমিনুল ইসলাম মামুনের গল্পের বই ‘বিড়াল ও তেলাপোকা’। বইয়ের গল্পে একটি কর্মঠ তেলাপোকা ও একটি অলস বিড়ালের কাহিনী তুলে ধরা হয়েছে। ছোটদের জন্য শিক্ষণীয় এ গল্পের বইয়ের কভার ও ভেতর পুরোটাই চার রঙে ছাপা; যা বইটি পাঠে শিশুদেরকে একটু বেশিই মনোযোগী করে তুলবে।     

শিশুদের জন্য ইতোপূর্বে প্রকাশিত হয়েছে লেখকের বেশকিছু বই। বইগুলোর মধ্যে রয়েছেÑ দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫), ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া-২০১৬), ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া-২০১৬), ঝুমঝুম রেলগাড়ি (ছড়া-২০১৬) প্রভৃতি।

আমিনুল ইসলাম মামুন সম্পাদনা করছেন ‘তুষারধারা’ নামক একটি সাহিত্য বিষয়ক ম্যাগাজিন। তার এবারের বইমেলায় সাতভাই চম্পা প্রকাশনী থেকে প্রকাশিত ‘বিড়াল ও তেলাপোকা’ বইটি মেলার ৫৫২ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শিল্পী সোহাগ পারভেজ। মূল্য রাখা হয়েছে ১০০ টাকা মাত্র।

লেখকের প্রকাশিত শিশুতোষ গ্রন্থ :

১. দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪)
২. কানামাছি (ছড়া-২০০৭)
৩. তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪)
৪. পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫)
৫. ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫)
৬. ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া-২০১৬)
৭. ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া-২০১৬)
৮. ঝুমঝুম রেলগাড়ি (ছড়া-২০১৬)
৯. বিড়াল ও তেলাপোকা (শিশুতোষ গল্প-২০১৭)


বইটির রকমারি লিংক :

https://www.rokomari.com/book/154641/%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test