E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলায় এস এম মুকুলের ‘ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা’

২০১৮ ফেব্রুয়ারি ১৬ ২২:৪৬:০৫
মেলায় এস এম মুকুলের ‘ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা’

স্টাফ রিপোর্টার : জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে উপযুক্ত রণকৌশল, সঠিকভাবে তার প্রয়োগ করতে জানলে জয় পাওয়াটা অসম্ভব কিছু নয়। ক্যারিয়ারও তেমনি। ভাগ্যের ওপর সব ছেড়ে দিলে চলে না, চারপাশকে দোষ দেয়ার আগে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। এমনিভাবে লেখক ‘ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা’ বইটি নানান বিশ্লেষণধর্মী তথ্য আলোচনার অলঙ্করনে সাজানোর চেষ্টা করেছেন।  

লেখক এস এম মুকুল সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশুনা করলেও পেশা হিসেবে বেছে নিয়েছেন লেখালেখির সৃজনী জগতকে। তিনি দীর্ঘ সময় শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পত্রিকা শিক্ষাবিচিত্রা’য় সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন সায়েন্স ওয়ার্ল্ড-এর সহযোগি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আপাদমস্তক একজন লেখক, বিশ্লেষক ও উন্নয়ন গবেষক। বাংলাদেশের শিল্প, সম্পদ-সম্ভাবনা ও সমৃদ্ধি বিষয়ে তিনি পজিটিভ বাংলাদেশ নিয়ে দৈনিক জনকন্ঠের অর্থনীতি ও দৈনিক যায়ায়দিনের কৃষি ও সম্ভাবনা পাতায় নিয়মিত লিখছেন।

তিনি উপসম্পাদকীয়তে লিখছেন- দৈনিক প্রতিদিনের সংবাদ, বণিকবার্তা, আজকালের খবর, সংবাদ, খোলাকাগজ, যুগান্তর, আলোকিত বাংলাদেশ, বর্তমান, মানবকন্ঠ, ভোরের কাগজ, যায়যায়দিন এবং ডেসটিনিসহ বিভিন্ন পত্রিকায়। অমর একুশে বইমেলায় ২০১৮ তিনি পাঠকের সামনে নিয়ে এসেছেন- মুটিভেশনাল বা আত্মোন্নয়নমূলক বই ‘ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা’।

বইটিতে নিবিষ্ট পাঠক খুব সহজ করেই পড়বেন- যেমনটি লেখক বলেছেন, জীবনটা অর্থহীন নয় বরং উদ্দেশ্যপূর্ণ আপনার জীবনেও আছে সফলতা সমূহ সম্ভাবনা। ‘আমি সফল হব’- এমন মনোবাসনাই আপনার সফলতার স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে। জীবনে স্বপ্ন দেখাটা জরুরি। স্বপ্নটা ঘুমিয়ে নয়; জেগেই দেখতে হয়। কারণ স্বপ্নই ছাড়া- কোনো কিছুই হওয়া যায়না। কাজ শুরুর আগে স্বপ্ন দেখতে হবে- কাজটি নিয়েও। মানুষ যা আশা করে তা যদি সে বিশ্বাসে রূপান্তরিত করতে পারে তবে মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে। মার্কনি স্বপ্ন দেখতেন, স্রষ্টার শক্তিকে জয় করে কাজে লাগাবেন। তিনি যে ভুল স্বপ্ন দেখেননি তার প্রমাণ বেতার ও টেলিভিশন আবিস্কার।

ক্যারিয়ারের শুরুটা একটি শিশুর প্রথম প্রথম হাঁটার মতই। শিশু যখন হাঁটতে শেখে, তখন সে অনেক টালমাটাল করে শুরুতে। ক্যারিয়ার গড়ার শুরু থেকেই হাজারো ব্যাপার আকর্ষণ করবে আপনাকে। খেয়াল রাখা উচিত - আপনি যে বিষয়ে বা যে পথে নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন সেটা যাতে আপনার সামর্থ্যের মধ্যে হয়। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে চিন্তা করুন যে আপনার জীবনে আসলে কোন বিষয়টি। কোন ব্যাপারটি কিংবা কোন জিনিসটির অভাব রয়েছে। বাঁধা পেলে পিছিয়ে যাবেন না। নিজের বুদ্ধি বিবেকের শক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিন। সবার আগে বিশ্বাস করুন যেEveryone has a special skill । ভেবে দেখুন জীবনে যদি সব সময় সব পরিস্থিতি আপনার অনুকূলে থাকতো তাহলে কি কোনদিনও আপনি প্রাপ্তির আনন্দ কি হয় সেটা বুঝতে পারতেন? আপনি যতবার হারবেন আপনার জেতার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। আর সাথে ফ্রি হিসেবে পাবেন জীবন যুদ্ধে টিকে থাকার কৌশল।

পৃথিবীর সবকিছুই অনিশ্চিত। কিছু পেতে হলে কিছু না কিছু ত্যাগ করতে হয়। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন তখন তিনি টেনশনে থাকতেন কর্মীদের মাসিক বেতন দিবেন কীভাবে! কারণ- ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে একটি টাকার খেলা। জুয়া খেলার সময় কখনই নিশ্চিত হতে পারেন না যে সেটি জিতবেন নাকি হারবেন। অনুরূপভাবে ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকশানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না।কিন্তু যদি আপনার চলার পথে উৎসাহ এবং সাহস ধরে রাখতে পারেন তাহলে আপনি সফল হবেনই। কোন কিছুই আপনাকে আটকাতে পারবে না।

এমনিভাবেই ক্যারিয়ারের সফলতার নানা-নির্দেশনার বিশ্লেষণ উপস্থাপন করেছেন লেখক-কলামিস্ট ও বিশ্লেষক এস এম মুকুল। আট ফর্মার বইটির মূল্য ২৪০ টাকা। প্রচ্ছদ করেছেন- আদিত্য অন্তর। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ।

বইমেলায় ইত্যাদি গ্রন্থপ্রকাশের প্যাভেলিয়ন-২ এ বইটি পাওয়া যাবে। এছাড়াও রকমারি ডটকম-এর মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test