E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

গৌরীপুরে ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ’ ও ‘ধর্ম ও দর্শন’ বইয়ের মোড়ক উন্মোচন

২০১৮ মে ৩১ ১৭:৩৬:৫৯
গৌরীপুরে ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ’ ও ‘ধর্ম ও দর্শন’ বইয়ের মোড়ক উন্মোচন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৩০মে) গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রাবন্ধিক কবি লুৎফর রহমানের ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ’ ও ‘ধর্ম ও দর্শন’ ২টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বই দু’টি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী। 

লেখক সংঘের সভাপতিমন্ডলীর সদস্য মো. মজিবুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক পলাশ মাজহার সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থ সমালোচনা করেন অধ্যাপক আরশাদ আলী, কবি হান্নান কল্লোল, সাংবাদিক মো. রইছ উদ্দিন, সমাজকর্মী হারুন আল বারী, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি মো. শহীদুল্লাহ, সাংবাদিক আরিফ আহমেদ, নুরুল ইসলাম মাস্টার, আমিরুল মোমেনীন, গোপা দাস প্রমুখ।

(এসআইএম/এসপি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test