E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেষ দিনে জমে উঠেছে বইমেলা

২০১৪ মার্চ ১২ ১৯:২৪:০৫
শেষ দিনে জমে উঠেছে বইমেলা

স্টাফ রির্পোটার , ঢাকা : ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন আজ। ছুটির দিন হওয়ায় দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে জনারণ্য।শুক্রবার বেলা ১১টায় সর্বসাধারণের জন্য মেলার দরজা উন্মুক্ত হওয়ার কথা থাকলেও তার আগ থেকেই মেলায় প্রবেশের জন্য বাংলা একাডেমির সামনে ভিড় করতে থাকেন বইপ্রেমীরা। দুপুর গড়াতেই সে ভিড় জনারোণ্যে পরিণত হয়।

একদিকে টিএসসি অপরদিকে দোয়েল চত্বর, এই দু’দিক থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেলায় প্রবেশের জন্য অপেক্ষা করতে থাকেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী বইপ্রেমীরা। যেহেতু মেলা থেকে প্রিয় লেখকের বই কেনার আজই শেষ সুযোগ, তাই কেউ এ সুযোগ হাতছাড়া করতে রাজি নন। মেলায় আজ কেউ এসেছেন পরিবারের কারও সাথে আবার কেউ এসেছেন প্রিয় মানুষটির হাত ধরে। প্রিয় লেখকের বই কেনার জন্য লাইন শেষে স্টলের সামনে গিয়েও আবার লাইনে দাঁড়িয়ে বই কিনছেন তারা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test