E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেষ হয়ে গেছে ‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ের প্রথম সংস্করণ

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১৬:৪৫:৫৬
শেষ হয়ে গেছে ‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ের প্রথম সংস্করণ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘মুজিব আমার পিতা’ বইয়ের প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে মেলার প্রথম ১২ দিনেই। অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন ‘মুজিব আমার পিতা’ বইটি মেলায় আসে। বইটির চাহিদা বেশি থাকায় দ্বিতীয় সংস্করণ আসছে আগামীকাল শনিবার।

বইয়ের প্রকাশক আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি জানান, আগামীকাল (শনিবার ) দ্বিতীয় সংস্করণ মেলায় আসবে। প্রধানমন্ত্রীর রচিত অন্যান্য বইয়েরও ব্যাপক চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও পারিবারিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখালেখির সংকলন গ্রন্থ ‘মুজিব আমার পিতা’ বইয়ের বিষয়বস্তু।

এ বিষয়ে বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও রাজনৈতিক কর্মী মোনায়েম সরকার এবং গবেষক-প্রাবন্ধিক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম বলেন, এই বইটি প্রধানমন্ত্রীর স্মৃতিকথামূলক গ্রন্থের সংকলন। এতে তার রাজনৈতিক ও পরিবারিক জীবনের স্মৃতিকথা সন্নিবেশিত হয়েছে। যা তার আত্মজীবনীর অংশ। বিশ্লেষকগণ বইটিকে রাজনৈতিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে যেমন বিবেচনা করেছেন, তেমনি একজন গবেষক ও প্রাবন্ধিক হিসেবে লেখনির সাহিত্যমূল্যও বিশ্লেষণ করেছেন।

মোনায়েম সরকার আরো বলেন, এই বইতে প্রধানমন্ত্রী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মতিনের স্মৃতিচারণ করেন কিংবা নব্বইয়ের গণআন্দোলন, শহীদ নূর হোসেন এর স্মৃতিচারণ করেন তখন তার মধ্যে গভীর মানবিক বোধসম্পন্ন একজন রাজনীতিবিদের পরিচয় মেলে। তার দীর্ঘ রাজনীতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষের প্রতি তার সহমর্মিতা ও সাহসিকতার পরিচয় মেলে। পরিচয় মেলে একটি রাজনৈতিক পরিবার থেকে অনেক ঘাত-প্রতিঘাত ও সংগ্রামের মধ্য দিয়ে ‘জননেত্রী শেখ হাসিনা’ হয়ে ওঠার।

তার মতে, বইটি কেবল একজন প্রধানমন্ত্রী কিংবা একজন রাজনীতিকের স্মৃতিকথা নয়। বইটি হয়ে উঠেছে বাংলার মানুষের ইতিহাসের সাক্ষী। একজন মানবিক মানুষ হিসেবে, একজন নারী, কখনো পিতার আদরের সন্তান, কখনো স্নেহময়ী মা এবং একজন মানবিক বোধসম্পন্ন রাজনীতিক হিসেবে তাঁর আত্মপরিচয় উঠে এসেছে এই গ্রন্থে।

উল্লেখ্য, অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে আগামী প্রকাশনী এ বছর শেখ হাসিনা রচিত ও সম্পাদিত মোট ১১টি বই প্রকাশ করেছে। তার অন্যান্য বইগুলো হলো- সাদা কালো, ওরা টোকাই কেন, দারিদ্র্য দূরীকরণ : কিছু চিন্তাভাবনা, সহে না মানবতার অবমাননা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা, লিভিং ইন টিয়ারস, পিপল এ্যান্ড ডেমোক্রেসি, আমরা জনগণের কথা বলতে এসেছি (জাতীয় সংসদে প্রদত্ত ভাষণ) এবং বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( বেবি মওদুদের সাথে যৌথ সম্পাদনা)।

(ওএস/অ/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test