E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মঞ্চকথার বিশেষ সংখ্যা ‘উৎসব’ প্রকাশিত

২০১৫ সেপ্টেম্বর ০৮ ২১:১৪:২৩
মঞ্চকথার বিশেষ সংখ্যা ‘উৎসব’ প্রকাশিত

মাহবুব আলম : মঞ্চকথা’র জুলাই ২০১৫ সংখ্যাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এবারের সংখ্যাটি বেশ কিছু দিন পর প্রকাশিত হলো আর তাই প্রকাশনার পর যেন স্বস্তির দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললেন সম্পাদক ও প্রকাশক ওয়াহিদুল ইসলাম।

নবীন-প্রবীন লেখকদের লেখায় মঞ্চকথা যেন আরো বেশি সমৃদ্ধ হয়েছে। এবারের সংখ্যায় যেমন লেখক ও নাট্যসমালোচক আতাউর রহমান, রুবাইয়াৎ আহমেদ, পীযূষ সিকদারের লেখা আছে তেমনি আছে নিবন্ধক গোলাম সারোয়ারের লেখাও। ব্যক্তি ও ব্যক্তিত্ব পাতায় ফেরদৌসী মজুমদারকে নিয়ে লেখা চিত্রা চৌধুরীর ‘মঞ্চ কোকিলা: ফেরদৌসী মজুমদার’ লেখাটি সংখ্যাটিকে যেন বিশেষ একটি মাত্রায় পৌঁছে দেয়।

পথনাটক থেকে শুরু করে নাটকের বই পরিচিতি আর ব্যক্তি ও ব্যক্তিত্ব থেকে শুরু করে নাট্য সমালোচনা ও বিশেষ নিবন্ধ, কি নেই ১১৬ পাতার মঞ্চকথা’য়। দুই বাংলার লেখক সমালোচকদের লেখায় সমৃদ্ধ মঞ্চকথা এগিয়ে যাচ্ছে তরতরিয়ে।

সম্পাদক ওয়াহিদুল ইসলাম এখন ব্যস্ত পরের সংখ্যার প্রকাশনার কাজে। ঈদের আগেই প্রকাশিত হবে মঞ্চকথা’র আগস্ট সংখ্যা এমনটাই প্রত্যাশা সম্পাদকের।

মঞ্চকথার বিনিময় মাত্র ৫০ টাকা আর পত্রিকাটি পাওয়া যাচ্ছে দেশের সবগুলো বড় বড় শহরের বইয়ের দোকানে।

(এমএ/অ/সেপ্টেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test