E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভালোবাসার কবি রফিক আজাদ

২০১৫ অক্টোবর ২০ ১২:২১:০১
ভালোবাসার কবি রফিক আজাদ

ভালোবাসার কবি রফিক আজাদ


যদি ভালোবাসা পাই আবার শুধরে নেবো
জীবনের ভুলগুলি;
যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে
তুলে নেবো ঝোলাঝুলি
যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাবো
যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর
সমুদ্র সাঁতরাবোযদি ভালোবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো
মধ্য অন্ত্য মিল।
যদি ভালোবাসা পাই আবার শুধরে নেবো
জীবনের ভুলগুলি
যদি ভালোবাসা পাই শিল্প-দীর্ঘ পথে
বয়ে যাবো কাঁথাগুলি
[ সূত্র: গ্রন্থ, প্রেমের কবিতা, রফিক আজাদ]

এই ভালোবাসার কবি রফিক আজাদ মাটি, মানুষ, প্রকৃতি ও প্রেমের কবি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অসম্ভবের পায়ে’। এ গ্রন্থে হে দরোজা কবিতায় তিনি লিখেছেন-
সন্ধ্যে থেকে যোজন-যোজন দূরে যখন ছিলাম
দেখেছি তোমার ঠোঁটে বা মনে উৎসবের আলো;
দ্রুত কাছে এসে দেখি : ঠা ঠা হাসে অন্ধকার! আর
‘প্রবেশ নিষেধ’ বলে জ্বলে এক রক্তচক্ষু-বালক!

দুই.
রফিক আজাদের কবিতায় প্রেম, নারী ও প্রকৃতির রূপায়ন যেন এক নতুন পৃথিবী। তাঁর ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কাব্যগ্রন্থ (১৯৭৭ সালে প্রকাশিত ) পাঠ করলে তারই প্রতিচ্ছবি যেন আমাদের চোখে ভেসে ওঠে। তাঁর প্রেমের কবিতার মধ্যে নারী প্রেমের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এ গ্রন্থে কবির অভিধান কবিতায় তিনি লিখেছেন-
আমার কাছে তো তুমি এক মূর্তিমান অভিধান :
খুচরো অথবা খুব দরকারি ভারি শব্দাবলী
টেবিলে ঈষৎ ঝুঁকে নিষ্ঠাভরে যে রকমভাবে
দেখে নিতে হয়, প্রয়োজনে তোমাকে তেমনি পড়ি।

তিন.
রফিক আজাদ। একাধারে কবি ও মুক্তিযোদ্ধা। টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জাহিদগঞ্জের এক অভিজাত পরিবারে ১৯৪৩ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম জীবন। রফিক আজাদের বাবা সেলিম উদ্দিন খান ছিলেন সমাজসেবক এবং মা রাবেয়া খান আদর্শ গৃহিণী। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। ষাটের দশকের অন্যতম প্রধান কবি এক ধরনের স্বপ্নাচ্ছন্ন অনুভূতিলোক সৃষ্টির আকাঙ্খা ও যন্ত্রণা যা তাঁর স্বপ্নের নারীর ভেতরে দেখতে চেয়েছেন তিনি। তাঁর স্বপ্নের জগৎ স্মৃতিঘন চিত্রপট সমর্পিত হতে চায় বারবার। অপার বেদনা তাঁকে গ্রাস করে। অন্তরঙ্গ আশ্চর্য জীবনধারা অভিন্ন সত্তায় রূপান্তরিত করেছে। পঞ্চাশের পর বাংলা কবিতার জমিতে যে তুমুল আধুনিকতার বীজ বপনের যাত্রা শুরু হয়েছিল রফিক আজাদ সে সময়কার প্রধান কবিতা নির্মাতা।

চার.
যেমনটি সরকার মাসুদ তাঁর ‘কবি রফিক আজাদ’ নিবন্ধে লিখেছেন, বাংলাদেশের আধুনিক কবিতায় রফিক আজাদ একটি অবশ্যউচ্চার্য নাম। পঞ্চাশের প্রজন্ম স্মরণীয় হয়ে আছে বাংলাদেশের কবিতাকে আধুনিক করে তোলার সৃজনশীল প্রয়াসের জন্য। রফিক আজাদের বেলায় আমরা কী দেখি ? দেখি রামান্টিক ও অ্যান্টিরোমান্টিক মনোভঙ্গির অদৃষ্টপূর্ব সংমিশ্রণ। কখনো কখনো পয়ারের আশ্রয় নিলেও অক্ষরবৃত্তের হিসাবি মাত্রায় শব্দ ও পঙতি মেলালেও আমার মনে হয়েছে, বিশুদ্ধ গদ্যের বহুমাত্রিক আলোছায়ায় তার কবিতা স্ফূর্তি অর্জন করেছে সবচেয়ে বেশি। কয়েকটি উদাহরণ দেব
১. সমুদ্র অনেক দূরে, নগরের ধারে-কাছে নেই;/ চারপাশে অগভীর অস্বচ্ছ মলিন জলরাশি।/রক্ত-পুঁজে মাখামাখি আমাদের ভালোবাসাবাসি;/এখন পাবো না আর সুস্থতার আকাঙ্খার খেই। (নগর ধ্বংসের আগে)
২. ভালোবেসে এক ফ্রগম্যান চোখের গভীর জলে/লাফ দিয়ে পড়ে; বিন্যস্ত বাগানে কেউ/শতায়ু বৃক্ষের গায়ে ছুরির ফলায়/দীর্ঘসূত্রী হাহাকার রেখে যেতে চায়। (সুন্দরের দিকে চোখ রেখে)
৩. পৃকৃত লালকে ঘিরে ফ্যাকাশে লালেরা সব ষড়যন্ত্রে মাতে! (লাল গোলাপের দিকে বাড়ানো হাতের সংখ্যা)
৪. ঐ যে ফর্সা মেয়েটি/গ্রীষ্মে মধ্য দুপুরের মতো গনগনে যার রঙ/রূপের আগুনে পুড়তে-চাওয়া মানুষের আরাধ্যা সে…/যার দু’টি চোখ থেকে/ বেরিয়ে আসছে গলিত তামা ও দস্তা, লাভা¯্রােত,/আমি ঐ মেয়েটির বাবা; (আমার গর্ভে, আমারই ঔরসে)
৫. গোলাপ, তোমাকে ঘিরে অন্ধকার ঘনীভূত হলো! ( গোলাপ তোমাকে ঘিরে)

ছয়.
আমার কবি রফিক আজাদ নিবন্ধে জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন লিখেছেন, তখন সারাদিন লিখি, সন্ধ্যায় গিয়ে রফিক আজাদের সঙ্গে আড্ডা দেই। এ সময় রফিক ভাইর কবিতার বই বেরুলো। বইয়ের নাম ‘প্রিয় শাড়িগুলো’। বইটা আমাকে উৎসর্গ করলেন। বইয়ের একটা কবিতার নাম ‘জ্যোৎস্নাকে আমার চাই’। জ্যোৎস্না আমার স্ত্রীর নাম। হাসতে হাসতে রফিক ভাইকে বললাম, আমার জ্যোৎস্নাকে তুমি চাও ?
রফিক ভাই বললেন, আরে না বেটা, আমি যেই জ্যোৎস্নাকে চাই তাকে একজীবনে পাওয়া যায় না। তার জন্য বহুজীবন অপেক্ষা করতে হয়! রফিক ভাইর সঙ্গে এদিক-ওদিক সাহিত্য সম্মেলনে যাই। যশোর না খুলনায় যেন প্রবন্ধ সাহিত্যের আলোচনা সভার সভাপতির হঠাৎ শখ হল ঢাকা থেকে আগত কবি এবং ঔপন্যাসিকের চেহারা দেখবেন। তিনি এই দু’জনকে কখনও দেখেননি। আমার হাত ধরে মঞ্চে উঠলেন রফিক আজাদ। বললেন, সভাপতি সাহেব, আমাদের চেহারা দেখে আপনার ভালো লাগবে না। আমরা লিখি ভালো কিন্তু চেহারা জলদস্যুদের মতো। ভদ্রলোক হতভম্ব। এসব করে আমাদের দিন যায়। রফিক আজাদের দুটো বই সম্পাদনা করলাম আমি। ‘বাছাই কবিতা’ এবং ‘প্রেম ও প্রকৃতির কবিতা’। ততদিনে রফিক ভাই তার জীবন বদলে ফেলেছেন। হঠাৎ হঠাৎ তাকে কেমন অন্যমনস্ক এবং বিষন্ন হতে দেখি। এমন মন খারাপ করা একেকটা কবিতা লেখেন, বালক ভুল করে নেমেছে ভুল জলে বালক পড়েছে ভুল বই পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই। এসব কবিতা পড়ে আমার বুক হু হু করে, ইচ্ছা করে রফিক আজাদের পাশে গিয়ে দাঁড়াই। তার হাতটি ধরে বলি, প্রিয় বালক রফিক আজাদ, আমি এখনও সেই আগের মতোই তোমার অনুরাগী।

সাত.
কবি রফিক আজাদ তাঁর ‘ভালোবাসার সংজ্ঞা’- কবিতায় লিখেছেন
ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের ্রহঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠা-া কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।

ভালোবাসা চিরন্তন, ভালোবাসার নেই কোনো সীমানা, স্থান, কাল বা পাত্র ভেদাভেদ। যেমনটি রফিক আজাদ তাঁর লেখায় রোমান্টিসিজমের চিত্রপট একেঁছেন।


আলোচনা:সাইফ বরকতুল্লাহ

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test