E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহিউদ্দিন মোহনের “শিশুদের আঁকতে শেখা”

২০১৫ নভেম্বর ০৮ ১১:৪২:৪৮
মহিউদ্দিন মোহনের “শিশুদের আঁকতে শেখা”






 

শিল্পী মহিউদ্দিন মোহনের অংকন ও রচনায় ”শিশুদের আঁকতে শিখা” একটি সিরিজ অংকন শিক্ষার বই।প্লে গ্রুপ নার্সারী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ০+১+২+৩+৪+৫+৬+৭ সিরিজে শিশু কিশোরদের অংকন শিক্ষার ৮টি বই।সম্পুর্ন নতুন শিক্ষাপদ্ধতিতে বাংলাদেশের সকল কিন্ডার গার্টেন,ফ্রি ক্যাডেট,প্রাইমারী,স্কুল,মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য সহজ পদ্ধতিতে রচিত একটি পূর্ণাঙ্গ সিরিজ বই। বইটির সম্পাদনা করেছেন-অব:উপজেলা শিক্ষা অফিসার-আ,ফ,ম রহমত উল্যাহ।বইটি প্রকাশ করেছেন -এম ওবায়েদুল হক জুয়েল-হক লাইব্রেরী,চৌমুহনী , নোয়াখালী। প্রতিটি খন্ডের দাম ৯৮টাকা। বইটি সংগ্রহের মতো

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test