E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলা সরাসরি চ্যানেল আইতে

২০১৬ জানুয়ারি ২৭ ১২:২২:২৯
বইমেলা সরাসরি চ্যানেল আইতে

স্টাফ রিপোর্টার ॥  বইমেলা সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক। অন্যবারের চেয়ে এবারের বইমেলা টেলিভিশনের পর্দায় উপস্থাপনে আনা হয়েছে ভিন্নতা। থাকবে বইমেলা নিয়ে নাটিকাসহ নতুন বই পরিচিতি, লেখক ও পর্যটকদের সাক্ষাতকার ইত্যাদি। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি প্রতিদিন সরাসরি সম্প্রচার হবে বিকেল সাড়ে ৫টায়। শাধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সম্প্রচার হবে।

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বইমেলা বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং বইমেলার সঙ্গে আইএফআইসি ব্যাংকের সম্পৃক্ততা ব্যাখ্যা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, মেলার মাধ্যমে পাঠকরা আকৃষ্ট হয় বইয়ের প্রতি। এর সঙ্গে যুক্ত রয়েছে বাণিজ্যিক সম্পর্ক। সংস্কৃতি, লেখাপড়া ও নান্দনিকতার ক্ষেত্রেও বইয়ের তুলনা অপরিসীম। বই পড়ার মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও মানুষের মানবিক গুণাবলী প্রকাশেও বড় একটি ভূমিকা পালন করে। এ সময় আরও উপস্থিত ছিলেন- বইমেলার উপস্থাপক লুৎফর রহমান রিটন ও আহমাদ মাযহার এবং আনন্দ আলো ও বইমেলা প্রতিদিন সম্পাদক রেজানুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়,।

(বিএইচ২৭জানুয়ারী২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test