E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তোমাকে ভেবে লেখা

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৫:২৮:৪৭
তোমাকে ভেবে লেখা

নিউজ ডেস্ক :“কাব্যকথন” একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ যা কিছু কাব্য প্রেমিকের পরিশ্রমের ফসল। ২০১৩ সালে গ্রুপটি তৈরি হয় , এবং ২০১৪ সালের অমর একুশে বইমেলাতে রাঁচি প্রকাশনী থেকে কাব্যকথন – পঞ্চদশের পঙক্তিমালা নামক বই বের করে যা ১৫ জন অতি মেধাবী কিছু নবীন কবির কাব্য সংকলন। এটি ছিল কাব্যকথন গ্রুপের প্রথম প্রয়াস।

এরপর ২০১৫ সালের অমর একুশে বইমেলায় পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে প্রিয়মুখ প্রকাশনী থেকে ২১ জন নবীন কবির কাব্য সংকলন কাব্যকথন – ২১ বইটি নিয়ে আসে।

রাত পেরিয়ে আবার অবশেষে দ্বার খুললো প্রানের অমর একুশে বইমেলা ২০১৬ এর।

অনেক খাটা খাটুনির পর অবশেষে বই আকারে বের হয়ে আসলো এবার ১০ কবির কাব্য সংকলন " তোমাকে ভেবে লেখা " । এই তোমাকে মানে শুধু প্রেমিকা বা প্রিয় মানুষ নয় , এই তোমাকে মানে বাবা/মা, পুরনো কোন প্রেমিকা অথবা স্কুল জীবনের আবেগ, প্রিয় দেশ, কৃষক, খেটে খাওয়া দিনমজুর সবাই। বইটাতে সবার মনের অব্যাক্ত কথাগুলো লেখা আছে যা হয়তো আপনি বলতে চান/ চেয়েছিলেন কিন্তু পারেন নি।


(এসএস/এস/ফেব্রুয়ারি০২,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test