E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলায় আহমেদ জাকিরের দুটি কিশোর উপন্যাস

২০১৬ ফেব্রুয়ারি ০৪ ১৪:০৯:৪৬
বইমেলায় আহমেদ জাকিরের দুটি কিশোর উপন্যাস

নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলায় ২০১৬তে প্রকাশিত হয়েছে, আহমেদ জাকিরের দুটি কিশোর উপন্যাস। আহমেদ জাকির শুধুমাত্র শিশু-কিশোরদের জন্যই লেখেন।

তাঁর কিশোর উপন্যাস “আমার বোকা বাবার কাণ্ডকারখানা” এই উপন্যাসের মূল চরিত্র বাবা ও মেয়ে। বাবার বোকা বোকা কাণ্ডকারখানা আর সেসব ঘটনার জন্য পাড়ার ছেলেমেয়েদেও কাছ থেকে মেয়েকে শুনতে হয় কুটুক্তিভরা কথা। বাবার নানা রকম কাণ্ডকারখানা যেমন হাসি পাবে, তেমনি সেসব কারণে মেয়ের জন্য মায়া হবে। এমনই এক চরিত্র নিয়ে লেখা আহমেদ জাকিরের কিশোর উপন্যাস “আমার বোকা বাবার কাণ্ডকারখানা” বইটি প্রকাশ করেছে, অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন, ধ্র“ব এষ। মূল্য ১২০টাকা। (স্টল নং-২৯৩, ২৯৪, ২৯৫, ২৯৬)।

আহমেদ জাকিরের অন্য একটি কিশোর উপন্যাস “আরজুর মারবেল এ্যাডভেঞ্চার” এই বইটির গল্প গস্খামবাংলার চিরায়ত খেলা মারবেল নিয়ে। মারবেল প্রিয় এক কিশোর আরজু ও তার বন্ধুদের নিয়ে লেখা এই উপন্যাস। চড়ুই ভাতি করতে গিয়ে বিস্ময়কর একটা মারবেল পায় আরজু ও তার বন্ধুরা। সেই বিস্ময়কর রহস্যময় মারবেল নিয়ে ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। বইটি প্রকাশ করেছে, জিনিয়াস পাবলিকেন্স। প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য ১৫০টাকা। (স্টল নং-১০১,১০২)।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test