E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলায় সোহেল নওরোজের ‘ডানাভাঙা শালিকের সুখ’

২০১৬ ফেব্রুয়ারি ০৬ ১৫:২১:৩৫
বইমেলায় সোহেল নওরোজের ‘ডানাভাঙা শালিকের সুখ’

নিউজ ডেস্ক : এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ গল্পকার সোহেল নওরোজের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ডানাভাঙা শালিকের সুখ’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রব এষ। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।

বইটিতে নানা স্বাদের মোট ১৬টি গল্প স্থান পেয়েছে। মনের গহীনে সচেতনে-অচেতনে খেলা করা সুখ-দুঃখের হাজারও অনুভূতিকে মলাটবন্দি করতে লেখক গল্পগুলোকে বেছে নিয়েছেন। বইটি পড়তে গিয়ে বোধের দরজায় উঁকি দেয়া মন হঠাৎ করে রোদবালিকার জন্য দ্রবীভূত হবে। ছায়াশরীরী নূপুরের নিক্কন শুনতে পাবে কেউ। বাদলদিনে অপ্রত্যাশিত হয়ে ওঠা তৃতীয় কদমটি পেতে পৃষ্ঠার মতো পথও বদলাতে হবে। কখনো মনে হবে পৃথিবীতে রাত না নামলেই বোধ হয় ভালো হতো! অথচ প্রতিদিন নিয়ম করে অন্ধকার ঝাঁপি খোলে। কতোকিছুতেই তো ব্যত্যয় ঘটে! কী এমন হতো মানুষের মতো প্রকৃতিও উল্টেপাল্টে গেলে! প্রকৃতি নিজে বদলায় না, মানুষকে দিয়ে শোধ নেয়। আবার গল্পের ঘোরে হঠাৎ করে জেগে উঠবে প্রেমিক হৃদয়। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test