E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলায় অরণ্য পাশা’র ‘আনন্দ আশ্রম’

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ১৮:৪৩:৫১
বইমেলায় অরণ্য পাশা’র ‘আনন্দ আশ্রম’

নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলায় এসেছে সাহিত্যিক ও মডেল অরণ্য পাশা’র আত্মস্মৃতিমুলক ছোটগল্পের বই ‘আনন্দ আশ্রম’। ইতোমধ্যে পাঠকদের কাছে বেশ কৌতুহল জাগিয়েছে এ বইটি।

আনন্দ আশ্রম প্রসঙ্গে অরণ্য পাশা বলেন, ‘এ শহরে পালিয়ে আসার আগে আমার একটা জীবন ছিলো গ্রামে। আমার সৃমদ্ধ শৈশব, কৈশোর। হাল চাষ, রোয়া বোনা, আলু-টমেটো চাষ, রাই সরিষার ক্ষেত, মাঠের দিঘী । টুকরো টুকরো স্মৃতি। আমার যাপিত জীবন। এ শহরে নিজেকে মানিয়ে নেয়ার গল্প। না শহর না গ্রাম। কোথাও মনটাকে স্থিতু করতে পারিনি। এই সব দোলাচলের গল্প নিয়েই আনন্দ আশ্রম। আশা করি বইটি পড়ে পাঠকেরা নস্টালজিয়ায় ভুগবেন। স্মৃতি এসে উঁকি দিবে মনের কোণে।’

লেখক প্রায় ৭ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার ও মডেল হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। জন্ম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আটুইল (বেড়াগ্রাম) গ্রামে। পিতা: মজিবর রহমান ও মাতা: আমেনা খাতুনের ৫ সন্তানের মধ্যে লেখক সবার ছোট। তিনি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি’তে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

আনন্দ আশ্রম এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য কমিশন বাদে রাখা হয়েছে ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে দেশ পাবলিকেশন্সের ৪০৮-৪০৮ নং স্টলে (সোহওয়ারর্দী উদ্যান) ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test