E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলায় আশিক মুস্তাফার ছোটদের বই

২০১৬ ফেব্রুয়ারি ১২ ১৪:১৩:৪৭
বইমেলায় আশিক মুস্তাফার ছোটদের বই

নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলায় আশিক মুস্তাফার পাঁচটি বই প্রকাশিত হয়েছে। সবগুলো বই ছোটদের জন্য। বইগুলো প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি, সাকী পাবলিকেশন্স, দেশ পাবলিকেশন্স, বেহুলা বাংলা ও অনিন্দ্য প্রকাশ।

বইগুলোর মধ্যে 'ছোট পাখি আর তুলি' বইটি একেবারে ছোটদের জন্য। যুক্তবর্ণহীন বইটি পড়তে পারবে নতুন পড়তে শেখা ছোটরা। এর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন পলাশ সরকার। বইটি প্রকাশ করেছে সাকী পাবলিকেশন্স।

'হিহি ক্লাবের আন্টিরা' বইটি শহরে আসা নতুন এক পিচ্চিকে নিয়ে। যে সব সময় কাঁচা শুঁটকি খায়; এই পিচ্চির গল্পসহ আরও আটটি গল্পে লিখা হয়েছে বইটি। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রজত। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। দাম ২০০ টাকা।

'কঙ্কু মিয়া ঝঙ্কু মিয়া' ছোটদের জন্য অন্যরকম একটি নাটিকা। হাসির এই নাটিকাটি ভিন গ্রহ থেকে আসা দুই এলিয়েনের সঙ্গে পিকলু নামের এক পিচ্চির আজব-বিজব কাণ্ডকারখানা আর হাসি-ঠাট্টায় ভরপুর। এই বইটিও প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রজত। বইটি এনেছে দেশ পাবলিকেশন্স। মূল্য ১০০টাকা।

'একলা ছুটি প্রাণের খোঁজে' বইটিতে বন-বাঁদাড়ে ঘুরে বেড়ানো বুবুন নামের এক পিচ্চির দেখা মিলবে। যে প্রাণীদের নিয়ে খুবই চিন্তিত। বিভিন্ন সময়ে ভিন্ন প্রাণীর সঙ্গে সে গল্প জমায়। সে গল্পে উঠে আসে সেই প্রাণীর অজানা অনেক তথ্য, পছন্দ-অপছন্দের কথা। এটি প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি। এটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রজত। মূল্য ৮৩ টাকা।

'রাফির রাফখাতা' একাত্তরের এক বোবা ছেলেকে নিয়ে। যে গ্রাম ছেড়ে নতুন আসে শহরে। শহরের যুদ্ধ দিনগুলোতে সে টইটই করে হাঁটে। যা দেখে তারই ছবি এঁকে রাখে। এইসব ছবির খোঁজ পায় মুক্তিযোদ্ধারা। পরে তাকে ইনফরমার হিসেবে নেয় মুক্তিবাহিনী। একসময় পাকিস্তানীদের হাতে ধরা পড়ে যায় রাফি। তার আর কোন খোঁজ মিলে না। তবে রাফি তার না বলা কথাগুলো লিখে রাখে একটা রাফখাতায়। সেই রাফ খাতাই হচ্ছে রাফির রাফখাতা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, অলংকরণ করেছেন উত্তম সেন। বইটি এনেছে বেহুলা বাংলা। মূল্য ১৫০ টাকা।

আশিক মুস্তাফা ছোটদের জন্য লিখছেন। জন্ম ১৯৮৯ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। স্নাতকোত্তরে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে।

সম্প্রতি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে শিশুসাহিত্যের উপর ‘ইমাজিনেশন এন্ড রিয়েলিটি অব আওয়ার চাইল্ড লিটারেচার’ শীর্ষক থিসিস উপস্থাপন করেছেন। এই থিসিস প্রকাশিত হয়েছে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নালে। ছিলেন বাংলা একাডেমির তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সে। ২০১৪ সালে ‘ছোট্ট একটা মা’ কিশোর উপন্যাসের জন্য পেয়েছেন কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার। একই বছর পেয়েছেন ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। প্রথম অনুবাদ বইয়ের জন্য পেয়েছেন ‘ছোটদের মেলা সেরা বই পুরষ্কার’।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test