E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলায় হাবীবাহ্ নাসরীনের ‘কবিতা আমার মেয়ে’

২০১৬ ফেব্রুয়ারি ১৬ ১৪:১০:৩৫
বইমেলায় হাবীবাহ্ নাসরীনের ‘কবিতা আমার মেয়ে’

নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ প্রজন্মের কবি ও সাংবাদিক হাবীবাহ্ নাসরীনের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’। প্রকাশনা সংস্থা দেশ পাবলিকেশন্স এটি প্রকাশ করেছে। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু।

হাবীবাহ্ নাসরীনের এ কাব্যগ্রন্থটিতে ৬০টি কবিতা স্থান পেয়েছে। এর প্রতিটি কবিতাই বিচিত্র ব্যঞ্জনার, যা কাব্যপ্রেমীদের মন জয় করতে সক্ষম হবে। এ কাব্যগ্রন্থে কবির অন্তরলোকের কথা ফুটে উঠেছে। ভালোবাসা-বিরহ-মায়া- স্নেহ-দেশপ্রেমকে- এ ধরনের নানা বিষয় কবিতার প্রতি ছত্রে ছত্রে ধারন করা হয়েছে।

হাবীবাহ্ নাসরীন কবিতার মাঝেই নিজেকে খুঁজে পেতে চান। তাই বুঝি তার প্রথম কাব্যগ্রন্থের নাম দিয়েছেন ‘কবিতা আমার মেয়ে’।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test