E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলায় প্রবাসী লেখক রাজীব হাসানের ‘অত:পর রোবট’

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১৭:৪১:২৩
বইমেলায় প্রবাসী লেখক রাজীব হাসানের ‘অত:পর রোবট’

আবু তাহির, ফ্রান্স : অমর একুশে গ্রন্থমেলায় তরুণ লেখক, সংবাদিক, সংগঠক ও সফটওয়ার ইঞ্জিনিয়ার রাজীব হাসানের নতুন উপন্যাস অত:পর রোবট প্রকাশিত হয়েছে । উপন্যাসটিতে ব্রিটেনে পড়াশোন ব্যবস্থার পাশাপাশি আগামীতে বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) ধারা পরিচালিত নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা, যানবাহনসহ প্লানেটের বিভিন্ন গ্রহে রোবটের পদচারনা ভবিষৎ ধারনা নিয়ে লিখা হয়েছে।

এছাড়া এই কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে কিভাবে প্রস্তুত হতে হবে, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামীতে বিশ্ব শাসন ব্যবস্থায় স্থান করবে তাই ফুটে উঠেছে এই উপন্যাসে। অন্যদিকে অনন্নত দেশের সিস্টেম ডেভেলাপে কিধরনে ভূমিকা রাখা প্রয়োজন তাও ফুটে উঠেছে উপন্যাসটিতে।

অত:পর রোবট সার সংক্ষেপ :
ইট পাথরের বদ্ধ নগরীতে বড় হয়েছে ইন্দ্রাণী । ধনী বাবার আদুরে দুলালী হয়েও তার জীবন কেটেছে আর দশটা সাধারণ মেয়ের মতই। অন্যদিকে বড় ভাই সাফা প্রাচুর্যের মাঝে বেড়ে উঠায় তার জীবন সম্পূর্ণ বোনের বিপরীত। ক্যারিয়ার নিয়ে নেই কোন ভাবনা, শুধু সঙ্গীতকে ঘিরেই জীবন । বাবা তৈরি পোশাক ব্যাবসায়ি । মেয়েকে চেয়েছেন ব্রিটেনের মতো উন্নত বিশ্বে পড়াতে । আর তাই বিশ্ববিদ্যালয় উঠতেই মেয়েকে পাঠিয়ে দেন লন্ডনে। লন্ডনে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিতালী গড়ে উঠে অমিতের সাথে। অল্প কিছুদিনের মধ্যে বন্ধুত্ব জমে উঠতেই তারা আবিষ্কার করে তাদের দুজনের চলার পথ ভিন্ন; গন্তব্যও অভিন্ন নয়। আর তাই দুজনার বন্ধুত্বে ছেঁদ পরতেই ইন্দ্রাণী খুঁজে পায় সুইজারল্যান্ড থেকে পড়তে আসা একই বিদ্যালয়ের অন্য এক বন্ধুর সন্ধান। যার জীবন শুধু গণিত, রোবটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণার মধ্যেই সীমাবদ্ধ । পি এইচ ডি গবেষণারত সেই বন্ধুর সুবাদে পরিচয় হয় কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত তাদেরই নির্মিত এক রোবটের সাথে । চলার পথে নানা হাসি-কান্না, সুখ-দুঃখ শেয়ার করতে থাকে তার সাথে । একদিন ছেদ পরে সে বন্ধুত্বেও । তবে নিরন্তর এগিয়ে চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সধারী রোবটের পথচলা । নানা চরাই উৎরাই পেরিয়ে তার জায়গা হয় অবশেষে গণতন্ত্রের সূতিকাগার ব্রিটিশ পার্লামেন্টে । তবে শেষ পর্যন্ত কেমন আছে ইন্দ্রাণীর পরিবার, কেমন চলছে ইন্দ্রাণীর নতুন জীবন, কি করছে পরবর্তী রোবটিক্সরা?

বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বই মেলার প্রাঙ্গনের ১২৭,১২৮ নাম্বার স্টল বই পত্র প্রকাশনীতে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test