E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বইমেলায় সুমন মাহমুদের ‘টাপুর টুপুর টুপ’

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৪:০৯:২৬
বইমেলায় সুমন মাহমুদের ‘টাপুর টুপুর টুপ’

স্টাফ রিপোর্টার : অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সুমন মাহমুদের প্রথম ছড়াগ্রন্থ ‘টাপুর টুপুর টুপ’। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্লাটফর্ম।

দুই ফর্মার বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সোহাগ পারভেজ। বইমেলায় প্লাটফর্ম-র ৪৯২ নম্বর স্টল এবং লিটিলম্যাগ চত্বরের প্লাটফর্মের স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ৭০ টাকা।

সুমন মাহমুদ বলেন, বইটা নিয়ে অনেক কথা থাকলেও কিছু বলার নেই এখন আর। ভালোলাগা আসলে ভালোলাগার মতোই। কাছের মানুষগুলোকে আমি যেভাবে কাছে পাই, আমাকে অভিভূত করে।

তিনি বলেন, আত্মগত প্রেম থেকে সমকালের নানা অনুষঙ্গ উপজীব্য হয়েছে ‘টাপুর টুপুর টুপ’। শুধুই অন্তমিলের খেলা নয়, ছড়ায় ছড়ায় শিশুরা মনের অজান্তেই এক ধরনের দর্শনে প্রবেশ করবে। সার্বিক বিবেচনায় ছড়াগুলো যেকোনো বয়সের পাঠকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test