E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাম্রলিপি এনেছে ৬৪ জেলার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ১৪:৫২:১৭
তাম্রলিপি এনেছে ৬৪ জেলার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এবারের বই মেলায় তাম্রলিপি প্রকাশনী নিয়ে এসেছে "৬৪ জেলার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস" শীর্ষক গ্রন্থমালা। বইমেলার ২২৮, ২২৯, ২৩০, ২৩১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো।

"৬৪ জেলার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস" শীর্ষক গ্রন্থমালায় ৬৪ জেলার ৬৪ জন লেখক জানিয়েছেন একেক জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস। আর বাংলাদেশের সর্বত্তরের জেলা পঞ্চগড়ের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানিয়েছেন প্রাবন্ধিক ও গল্পকার শফিকুল ইসলাম।

বইটি সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, "বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবের অধ্যায় একাত্তরের রক্তঝরা মুক্তিযুদ্ধ। দেশের সর্বত্তরের জেলা পঞ্চগড় তার ভূ- প্রাকৃতিক অবস্থানের কারণে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গণের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। সম্মুখ যুদ্ধ এবং গেরিলা যুদ্ধ উভয় ক্ষেত্রেই এ অঞ্চলটি কৌশলগতভাবে এক ভিন্ন মাত্রা লাভ করে। সর্বোপরী সর্বউত্তরের তেতুলিয়া শত্রুমুক্ত থাকায় হয়ে ওঠে মুক্তিযুদ্ধের অন্যতম সাংগঠনিক কেন্দ্র।"

তিনি জানান, "মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস:পঞ্চগড় জেলা " বইটিতে তরুণ প্রজন্মের সামনে সেই গৌরবোজ্জ্বল সময়ের ছবিটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

"৬৪ জেলার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস" শীর্ষক গ্রন্থমালা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন বাংলা একাডেমীর উপপরিচালক আমিনার রহমান সুলতান। ১০ ফেব্রুয়ারি বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক আনিসুল হকসহ বিশিষ্ট জনেরা।

তাদের মতে, এই গ্রন্থমালা তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠে বিশেষ ভূমিকা রাখবে।

(এমআই/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test