E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বইমেলায় রাজীব চৌধুরীর নিশিমিয়া সিরিজের শেষ উপন্যাস ‘মানুষখেকো’

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৬:৪৫:২৬
বইমেলায় রাজীব চৌধুরীর নিশিমিয়া সিরিজের শেষ উপন্যাস ‘মানুষখেকো’

নিউজ ডেস্ক : হরর থ্রিলার ঘরানার বইটিতে আগের দুবারের মতই আছে নিশিমিয়া নামের একজন প্রেতসাধকের কথা। আছে পাঁচ বন্ধুর কথা যারা ভূত হান্টার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করার পরেই বুঝতে পারে বিশাল কোন এক বিপদে পড়ে গেছে ওরা। পাঁচ জনের একজন গায়েব হয়ে গেল। ফ্যাশন আইকন লেডি গাগার কাছে নিয়মিত যাতায়াত করতে শুরু করে দিয়েছেন দুজন মন্ত্রী।

নিহির নামে অদ্ভুত প্রাণীটা নিজের পরিচয় গোপন করে চাকরি করতে গিয়ে সত্য ফাঁস হবার ঘটনায় পালিয়ে গেল ঠিকই- কিন্তু খুঁজতে শুরু করে দিল নিশিমিয়াকে। কতগুলো কুকুরমুখো অদ্ভুত মানুষ ঘুরে বেড়াতে শুরু করেছে গুলশান বনানীর রাতের রাস্তাগুলোতে। বিশালাকার কোডেক্স জাইগাস চুরি হয়ে গেছে সুইডেনের রয়্যাল মিউজিয়াম থেকে। এর মাঝেই কিছু ক্ষমতালোভী মানুষ শুরু করল প্রেতসাধনা। অমরত্ব পেতেই শয়তানের স্মরণাপন্ন হয় সবাই। কিন্তু ওরা আরো বেশি কিছু চায়। কী চায় ওরা? জানতে পড়ুন রাজীব চৌধুরীর নিশিমিয়া সিরিজের শেষ উপন্যাস ‘মানুষখেকো’। প্রকাশনা : প্রিয়মুখ প্রকাশন। প্রচ্ছদ : আহমেদ ফারুক। পাওয়া যাচ্ছে- প্রিয়মুখ প্রকাশনীর ২৫৮ নং স্টলে।

(আরসি/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test