বাঙালির বইপড়া

আদনান সৈয়দ
বিষয়টা নতুন নয়। আজ থেকে অর্ধশত বছর আগেই সৈয়দ মুজতবা আলী তার ‘বই কেনা’ প্রবন্ধে বিষয়টি নিয়ে বিস্তর আলোকপাত করেছেন। হায়! আজ এত বছর পরও বাঙালি যেন সে অপবাদ থেকে নিজেকে মুক্ত করতে পারেনি।
হিসেবের অংকে বাংলাদেশ আর নিউ ইয়র্ক খুব একটা ফারাক না। কে বলে আমাদের বাঙালি কিপটে স্বভাবের জাতি? কার বুকের পাটা আছে কথাটা বলার শুনি? কথাটা অন্যদেরককে বললে বলুন কিন্তু আমাদেরকে মোটেও বলবেন না। হাতে কোনোরকম কচকচা নোট চলে এলে এর সদব্যবহারের জন্য আমরা সবাই উঠেপরে লেগে যাই। রেস্তোরাঁয় বসে চা, সিঙ্গারা, ফুচকা অথবা ম্যানহাটনের স্টারবক্স কফিতে চুমুক দিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়ে সময় পার করে দিতে বাঙালির জুড়ি মেলা ভার। এইসব বেহিসাবি আড্ডায় খরচ কিন্তু কম হয় না! যেমন ধরুন নিউ ইয়র্কে একটা বিগ ম্যাক কমবো অর্ডার দিলে পকেট থেকে চোখ বুজে আট ডলার খসে যাবে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর কোনো বাঙালি রেস্তোরাঁয় দুটো সিঙারা, এক কাপ চা এর মূল্য ৫ ডলার। তো? বাঙালিকে কি ফকিন্নি পেয়েছেন নাকি? তারা ৫ ডলার আর সেই সাথে ২ ডলার টিপস দিয়ে দাঁত খিলাই করতে কারতে রেস্তোরাঁ থেকে বীরদর্পে বের হয়ে আসেন।
কোনো খরচই বাঙালিকে আটকাতে পারে না, পারবে না। আর আনন্দ বিহারের কথা বলছেন? সেখানে টাকা কী কোনো বিষয়? তবে হ্যাঁ, খরচের বেলায় বাঙালি একটা জায়গায় খুব কৃপণ! যত কথাই বলেন, যতই তাদের পটান, যতই তাদের কানে কানে ভালো কথা বলেন না কেন তারা কিন্তু বই কিনবে না। বই এর গায়ে হাত দিলে তাদের হাতে যেন ফসকা পরে। সে কারণে বই কিনে দশ ডলার অথবা দুইশ টাকা ফালতু খরচ না করে বাঙালি সেই টাকা দিয়ে কেএফসি ফ্রাই চিকেন অথবা পিজায় দাঁত বসাবে। অথবা তিন ডলার দিয়ে কোনো সাহিত্য পত্রিকা না কিনে ৬ ডলার দিয়ে চা সিঙ্গারা সহযোগে বিপুল উৎসাহে রেস্তোরাঁয় বসে রাজনীতির গোষ্ঠী উদ্ধার করবে। তারপরও বই নামের বস্তুটাকে তারা ধরবে না। বিষয়টা সত্যি ভাবায়!
সেদিন জ্যাকসন হাইটস এর মুক্তধারা বইয়ের দোকানে বসে বসে একটা রগড় দেখছিলাম। ভদ্রলোক টেক্সাস থেকে নিউ ইয়র্কে বেড়াতে এসেছেন। বাঙালির নিউ ইয়র্ক দর্শন মানেই তাকে অবশ্যই জ্যাকসন হাইটস এর তাজা বাতাসের ঘ্রাণ নেওয়া চাই-ই চাই। আর জ্যাকসন হাইটস মানেই সেখানে মুক্তধারা নামের একটা বই এর দোকান। ভদ্রলোক অনেকক্ষণ মুক্তধারায় বসে আমার সাথে কথা বললেন। নিউ ইয়র্কে কোথায় কোথায় ঘুরলেন, ১৫০ ডলার খরচ করে হেলিকপ্টার দিয়ে আকাশে বসে ম্যানহাটন দেখেছেন সে সংবাদটাও দিতে ভুললেন না। হঠাৎ তার মানে হল আরে তাইতো! মুক্তধারা থেকে কিছু বই কিনে নিলে কেমন হয়? খুঁটিয়ে খুঁটিয়ে তিনি বই এর একটা ছোট খাট স্তুপ করে সাজাতে লাগলেন। আমি সে দৃশ্য আড় চোখে দেখি আর প্রমাদ গুণি। যাক বাবা! বাঙালিরা বইমুখী হচ্ছে দেখছি!! ভদ্রলোকের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় নত হয়ে গেলাম। কিন্তু হায়! বিধাতা হয়তো আমার দিকে চেয়ে ঠিক মুচকি হাসছিলেন? পনের কুড়িটা বই দাম সম্ভবত ১২০ ডলার হয়েছিল। বাঙালি ভদ্রলোকটি এবার বেঁকে বসলেন। দাম শুনে খাই খাই করে চেঁচিয়ে উঠলেন! ‘কেন ভাই! এত দাম ক্যান? ডলার কি পানিতে ভাইসা আইছে নাকি? ৫০ ডলারে দিবেন কিনা কন?’ মনে হল তিনি যেন আলু পটলের দোকানে ঢুকে দোকানীর সঙ্গে দামাদামি করছেন। অথচ এই কিছুক্ষণ আগেও তিনি কত সুন্দর করেই না তার খরচের বর্ণনা দিচ্ছিলেন। জানি মুক্তধারা থেকে বের হয়ে তিনি হয়তো তার বিবি বাচ্চাসহ ৮০ ডলার খরচ করে কাচ্চি বিরিয়ানি খাবেন। কিন্তু ২০ ডলার দিয়ে দুটো বই কিনতে গেলেই জীবনে অন্ধকার নেমে আসবে। তখন টাকা পয়সার ঝুট ঝামেলার ফিরিস্তি আপনিতেই ঠোঁটে জায়গা করে নেয়।
আবার বলি। জানি বিষয়টা নতুন না। বাঙালি বই সহজে কেনে না বা কিনতে চায় না। তারা মনে করে টাকা দিয়ে বই কেনার কোনো মানে হয় না। মাগনা দিলে না হয় একটা কথা! বেশ ভালো করেই জানি ‘বাঙালি নাকি মাগনায় আলকাতরাও ছাড়ে না’। তাহলে বিষয়টা কি দাঁড়াল? আমরা কি তাহালে সারাজীবন বইবিমুখ হয়েই কাটিয়ে দেব?
বেশ মনে পড়ে। ছেলেবেলায় যখন বাংলা ভাষায় অক্ষরগুলো পড়তে শিখেছি ঠিক তখনই আমার বড় মামা সৈয়দ ইরফানুল বারী আমার জন্যে দুটো অসম্ভব সুন্দর ছবি আঁকা দুটো বই কিনে এনেছিলেন। একটি ছিল ম্যাক্সিম গোর্কির ‘চড়ুইছানা’ আরেকটি ছিল আলেক্সান্দর রাক্সিন এর ‘বাবা যখন ছোট’। আহা! ছেলেবেলার সেই অনুভূতি কী কখনো ভোলা যায়? ছেলেবেলায় আমরা উপহার হিসেবে সবসময় বই নামক বস্তুটাকেই হাতে পেয়েছি। জন্মদিন মানেই কারো স্বাক্ষরসহ জন্মদিনের উপহারস্বরূপ একটি বই। আর সেই বইয়ের জন্যে কত রকম ভালোবাসা, কতই না আবেগ! এখন দেখি এক অদ্ভুত কাণ্ড! ছোট ছোট ছেলে-মেয়েদের হাতে দিব্যি নোটবুক, কিন্ডেল, টেবলেট ঘুড়ে বেড়ায় অথচ বই নামক বস্তুটি দেখি না। কেউ নতুন একটা বই পড়ে তা নিয়ে তাৎক্ষণিক আলোচনায় বসে না। বন্ধুরা এখন আর একে অপরের বই চুড়ি করে ব্যক্তিগত লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বাড়ায় না। কবি শহীদ কাদরী সেদিন কথায় কথায় বলছিলেন কীভাবে তারা বন্ধুদের বাড়ি থেকে কায়দা করে বই চুরি করতেন। সেই যুগ কি তাহলে সত্যি সত্যি গত?
জানি অনেকেই বলবেন কথাটা। ‘যুগের একটা দাবি আছে না? যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে না?’ মানলাম কথাটা। কিন্তু যুগের এই দাবি কী শুধু বাঙালি মুলকেই আটকে রয়েছে? উন্নত বিশ্বের অন্যান্য শহরে তো দেখি বইয়ের দোকানগুলোতে অথবা পাড়ার পাঠাগারগুলোতে আম জনতা সবাই বইয়ের ওপর নাক ঝুলিয়ে গভীর মনযোগে বসে আছেন। কোথায়! তারা কেউইতো যুগের কক্ষপথচূত্য হননি!
সেদিন নিউ ইয়র্কের স্ট্রান্ড বুক স্টোরের ঢুকতেই নাক বরাবর একটি পোস্টার চোখের সামনে চোখে পড়ল। বই না কিনে অন্যান্য বেহুদা খরচে যারা সিদ্ধহস্ত তাদেরকে বইমুখী করার জন্যই এই পোস্টার। ভেবে দেখলাম বিষয়টা খারাপ না। কীভাবে বইকে কাছে টেনে নিবেন? কেন অন্যান্য খরচ কাটছাট করে হলেও বই কেনাটা জরুরি সেই পোস্টারে তার সুন্দর বর্ণনা করা হয়েছে। চলুন দেখা যাক কি আছে সেই পোস্টারে।
এক. আপনাকে জোর করে দস্তয়ভস্কি বা জ্যাক দেরিদা অথবা অস্কার ওয়াইল্ড পড়তে হবে কে বলেছে? আপনি খুব ঠাণ্ডা মাথায় ভাবুন কোন বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি টানে। আপনি খেলাধুলা পছন্দ করেন? গান-বাজনা অথবা পোকা মাকড়? কোনো সমস্যা নেই। যে বিষয় আপনি ভালোবাসেন সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আপনি আপনার বাড়ির কাছেই কোনো বইয়ের দোকানে ঢু দিন। আর বইয়ের দোকানে গেলেই যে আপনাকে বই কিনতে হবে তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বইটা ধরুন, এর ঘ্রাণ নিন, প্রচ্ছদটা দেখুন, আপনার আশেপাশে মানুষদের সাথে কথা বলুন। দেখবেন মন্দ লাগবে না। এটাই হবে আপনার প্রথম পাঠ।
দুই. আপনার ছেলে-মেয়েদের নিয়ে স্থানীয় কোনো বইয়ের দোকানে ঢু দিন। তাদের বই দেখতে দিন, বই নিয়ে কথা বলতে দিন, বই নিয়ে তর্ক-বিতর্ক করতে দিন। মনে রাখবেন আপনার সন্তান যে বইটি ভালোবাসে সেই বইটির বিষয়বস্তু আপনার ভালো না লাগলেও সেই বইটিই তাকে কিনে দিন। সন্তানের ইচ্ছার প্রাধান্য দিন। বইয়ের প্রতি কোনোরকম বিরুপ মনোভাব তার ভেতর যেন তৈরি না হয় সে বিষয়ে চোখ রাখুন।
তিন. মুদ্রিত বইয়ের চেহারা দেখলে আপনার কান্না পায়? বিষাদে মনটা ভরে উঠে? এই নিয়ে আপনি ভাববেন না। আপনি মুদ্রিত বইয়ের দিকে একেবারে যাবেনই না। তারচেয়ে যেসব বইপুস্তক অডিও বা ভিডিওতে পাওয়া যায় সেদিকে চোখ রাখলে কেমন হয়? এই যেমন ধরুন ই-বুক, কিনডেল বা আইপেড। মনে রাখতে হবে আপনাকে যে বিষয় সবচেয়ে বেশি কাছে টানে আপনি সেদিকেই ঝুঁকবেন। বই পড়াটাকে সম্পূর্ণভাবে বিনোদন হিসেবে নিবেন। বই পড়ে আপনি মহাজ্ঞাণী কিছু হবেন সে বিষয় নিয়ে একেবারেই ভাববেন না।
চার. ঘরে পড়ার একটা পরিবেশ তৈরি করুন। নিজেই ছোট খাট একটা লাইব্রেরি তৈরি করুন। পড়ার পরিবেশ তৈরি করার জন্যে নিজের বসার ঘরটায় সুন্দর একটা চেয়ার এবং সাথে টেবিল রাখুন। টেবিলে কিছু তাজা ফুল রাখতে ভুলবেন না। যে পরিবেশ আপনি পছন্দ করুন সেই পরিবেশে বইয়ের সাথে সময় কাটান। দেখবেন বইয়ের সাথে আপনার একটি সখ্যতা গড়ে উঠেছে।
পাঁচ. এত হিসেবি হবেন না। এলোমেলো হতে শিখুন। ধরা যাক পড়তে হলেই পরিবেশ চুপচাপ থাকতে হবে কে বলেছে? মাঝেমধ্যে জীবনের বিপরীত স্রোতে হাঁটতে হয়। আপনিও হাঁটুন। পড়ার টেবিলে আপনার সন্তানদের নিমন্ত্রণ করুন। তাদের সাথে অহেতুক আড্ডায় মেতে উঠুন। পড়তে বসলেই সুবোধ বালকটি হতে হবে এই ধারণা থেকে নিজেকে মুক্তি দিন। একটু দুষ্ট হলে দোষের কিছু না।
ছয়. হাতিটাকে পোষ মানাতে শিখুন। আপনার ঘরে আপনার অজান্তেই যে হাতির মত বিশাল আকাড়ের একটি পড়ার অভ্যাস গড়ে উঠছে তাকে ধীরে ধীরে বড় হতে দিন।
আমি বিনয়ের সাথে আপনাদের সামনে একটা প্রস্তাব পেশ করতে চাই। জন্মদিবস, মৃত্যুদিবস, ভালোবাসা দিবস, বাবা দিবস, মা দিবস, বিবাহবার্ষিকী দিবস, বেবি শাওয়ার দিবস, ঈদ, পূঁজা, বড়দিন বাঙালির যত দিবস আছে প্রত্যেকটা দিবসে চলুন বই উপহার দেই। বাসায় মিষ্টি আনবেন না। মেয়েকে চকলেট খাওয়ান ক্ষতি নেই তবে এর পাশাপাশি তাকে একটা বই উপহার দিন। একটা বই মানেই একটা নতুন পৃথিবী আপনি তার সামনে উন্মুক্ত করে দিলেন। আপনি নিজেও সেই বাসিন্দা হতে পারেন। এরচেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?
(ওএস/এএস/মার্চ ০৬, ২০১৭)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিব ঘরে ঘরে প্রস্তুত থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান'
- 'শেখ মুজিব ঘরে ঘরে প্রস্তুত থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান'
- চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট
- উপজেলা নির্বাচন : ফরিদপুর সদরে কেন এই নির্লজ্জ বেহায়াপনা!
- গৌরীপুর উপজেলা ব্যবসায়ী ফোরামের পরিচিতি সভা
- বাগেরহাটে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
- দুর্গম হিসেবে ১৬ হাওর-দ্বীপ-চর উপজেলা ঘোষণা
- বাগেরহাটে ১৪০ কেজি ওজনের মেটেআলু
- পলাশবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- বিশ্বব্যাপী সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে
- ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ
- বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চিন্তায় আইসিসি
- রোহিঙ্গা ছবিতে গণমাধ্যমকর্মীর ভূমিকায় শাকিবা
- দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ২৪ প্রার্থী
- এমপিও’র কাজে অর্থ চাইলে পুলিশে দিন
- রায়পুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে উৎসব মুখর পরিবেশ
- নওগাঁয় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঈশ্বরদীতে শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
- রাজারহাটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে : শিক্ষামন্ত্রী
- ডায়াবিটিসের প্রবণতা বাড়িয়ে তোলে যেসব অনিয়ম
- ত্বকের যত্নে টমেটো
- ওয়াইফাইয়ের স্পিড বাড়ানোর উপায়
- থেরেসা মে’র দল ছাড়লেন তিন এমপি
- দুমকিতে কমিউনিটি লিডার ওরিয়েন্টেশন
- সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংকের মুনাফা বিনিয়োগ বিতরণ
- ঈশ্বরগঞ্জে অমর একুশে উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
- রূপপুর প্রকল্পের গ্রীণসিটিতে ২০ তলা থেকে পড়ে ২ শ্রমিক আহত
- মির্জাগঞ্জের ত্রাণ অফিসের কাজের লটারি-ড্র সম্পন্ন
- রায়পুরে তাবলীগ জামাতের দুই গ্রুপে উত্তেজনা, সংঘর্ষের আশংকা
- সালমান-সানাইয়ের পর তালিকায় রেশমী, ভাদাইমারা
- ধানমন্ডিতে প্রাইভেটকার ও বাসে আগুন
- কর্মীদের তোপের মুখে ফখরুল-মওদুদ
- একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
- মোহাম্মদপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
- নাগরপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
- বিজিবির গুলিতে ছাত্র নিহত, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কম
- নওগাঁয় রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী
- পত্নীতলায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাপাহারে দুর্নীতি প্রতিরোধে ভোট দিল প্রাথমিক শিক্ষার্থীরা!
- মির্জাগঞ্জে সরকার নিষিদ্ধ নোট-গাইডের রমরমা বাণিজ্য
- রাণীশংকৈলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
- গোবিন্দগঞ্জে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সাংবাদিকদের কোর্টরুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে
- ‘রাজধানীতে ৯৮ শতাংশ হাসপাতাল অগ্নিঝুঁকিতে’
- গৌরীপুরে অটোরিকশা-হ্যান্ড ট্রলির সংঘর্ষে নিহত ১
- চতুর্থ ধাপে ভোট যেসব উপজেলায়
- ভারতের নাগরিকত্ব বিলের উদ্দেশ্য কী নির্বাচন?
- আমিরাতের দুটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী
- প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
- জেনে নিন কে এই 'প্রিন্স ড. মুসা বিন শমসের' !
- জেনে নিন কে এই 'প্রিন্স ড. মুসা বিন শমসের' !
- আমার বোন শেখ হাসিনাকে খোলা চিঠি : চিনে নিন কে এই বরকত!
- এবারও মেডিকেল ভর্তি কোচিংয়ের ফাঁদে শিক্ষার্থীরা
- এবারও মেডিকেল ভর্তি কোচিংয়ের ফাঁদে শিক্ষার্থীরা
- ধনী হওয়ার আট কার্যকর উপায়
- সেক্স করতে করতে টায়ার্ড হয়ে পড়েছিলাম: সানি লিওন
- মেয়ে পটানোর কৌশল!
- লক্ষাধিক রাখাইন জনগোষ্ঠী আড়াই হাজারে নেমে এসেছে
- 'ইতিহাসের ইতিহাস'
- উত্তরাধিকার ৭১ নিউজের নতুন যাত্রা ১ বৈশাখ
- বাংলা বই পড়ার ওয়েবসাইট
- লোভী মানুষ চেনার সহজ উপায়
- মঠবাড়িয়ায় ৯ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা
- শাকিবের নায়িকা শ্রাবন্তী, অপুর নায়ক জিৎ
- শুধু প্রভাবশালীদের পক্ষেই আইন!
- অম্ল-মধুর যন্ত্রণায় অপু বিশ্বাস
- ইউটিউবে নায়লার আত্মপ্রকাশ
- হুমায়ূনের মৃত্যুর কারণ মদের পার্টি !
- বোরকা পরা মেয়ের গণধর্ষণের ভিডিও নিয়ে সিলেটে তোলপাড়
- সিলেটের ভ্রমণ কাহিনী
- ফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি যখন ভারতীয় নাগরিক!
- দেশে ফিরছেন তারেকস্ত্রী জোবায়দা রহমান
- তেঁতুল গাছের ‘খ্যাটে’র কদর বেড়েছে
- বিএনপির আন্দোলন হচ্ছে দলের অভ্যন্তরে !