E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধার সফল নারী উদ‍্যোক্তাদের গল্প

২০২৩ এপ্রিল ১২ ১৪:০৫:০১
গাইবান্ধার সফল নারী উদ‍্যোক্তাদের গল্প

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সফল নারী উদ‍্যোক্তা মিতু, সেফালী, লাইজু ও সাদিনার গল্প।

মিতু পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ী বাসায় গড়ে তুলেছেন প্রায় ৬শ হতদরিদ্র নারীদের নিয়ে মিনি গার্মেন্টস কারখানা।

সেফালী পলাশবাড়ী পৌরসভার উদয়সাগর গ্রামে গড়ে তুলেছেন বিশাল নকশিকাঁথার পল্লী। তার এখানে কাজ করেন প্রায় ৩শ নারী।

এদিকে বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙা বাজারের সন্নিকটে লাইজু গড়ে তুলেছেন শতরঞ্জি পল্লী। তার এখানে প্রায় ১৫০ জন নারী কাজ করেন।

বরিশাল ইউনিয়নের ভগবানপুরে সাদিনা গড়ে তুলেছেন বিশাল ব‍‍্যাগের কারখানা। তার এ কারখানায় কাজ করেন প্রায় হাজার খানেক নারী।

এসকলেই পলাশবাড়ী উপজেলা বিআরডিবি অফিস থেকে প্রশিক্ষণ এবং ঋণ নিয়ে আজ সফল নারী উদ‍্যোক্তা হয়েছেন।

তারা নিজেরা সফল হচ্ছেন,পাশাপাশি অন‍্য নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরও স্বাবলন্বী করতে সহযোগিতা করছেন। নিজেদের কারখানায় কাজ করার সুযোগ করে দিচ্ছেন। এতে করে নারীরা বতর্মানে স্বামীর বোঝা না হয়ে তাদের অর্থনৈতিকভাবে কিছু টাকা পয়সা হাতে ধরিয়ে দিয়ে সহযোগিতা করছেন।

তাদের এ সফলতা দেখে বিশেষ করে মিতুর কারখানার কাজ দেখে এবং এ সকল উদ‍্যোক্তাদের নিয়ে আমি পত্রিকায় সরেজমিনে ফিচার নিউজ করায় উর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হয়ে পলাশবাড়ী উপজেলায় আরো প্রশিক্ষণ বৃদ্ধি করেছেন।

(এসআইআর/এএস/এপ্রিল ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test