E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারীর ক্ষমতায়নে শেরপুরে আপি-ওয়ালমার্টের স্টেকহোল্ডার কর্মশালা

২০১৪ নভেম্বর ২০ ১৬:৪৯:৩৩
নারীর ক্ষমতায়নে শেরপুরে আপি-ওয়ালমার্টের স্টেকহোল্ডার কর্মশালা

শেরপুর প্রতিনিধি : ফসল চাষে গুটি ইউরিয়া ব্যবহারের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন ও পুষ্টির যোগান বাড়াতে কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প ‘আপি’ ও ওয়ালমার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে স্টেকহোল্ডার কর্মশালা হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক ড. আব্দুস সালামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আপি প্রকল্প সমন্বয়কারী ইসরাত জাহান, ওয়ালমার্ট অ্যাকটিভিটির জেন্ডার স্পেশালিস্ট নাহিদ সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখুশ জাহান প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালার জেলার ৫ উপজেলার ৫০ জন কৃষাণী ছাড়াও সংশ্লিষ্ট উপজেলাগুলোর ইউএনও, কৃষি কর্মকর্তা, সার ডিলার, গুটি প্রস্ততকারক, কমিউনিটি নেতা, ইমাম, শিক্ষক, সাংবাদিক সহ ৮০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে নারীর ক্ষমতায়ন ও গুটি ব্যবহারের ওপর ‘গ্রুপ ডিসকাস’ এর মাধ্যমে তাদের নানা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

আপি কর্মকর্তারা জানান, গুটি ইউরিয়া ব্যাবহারে নারীদের অগ্রনী ভূমিকা রয়েছে। সারাদেশের ২২ জেলায় আপি ওয়ালমার্ট ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ৯০১ টি ব্যাচে ৩৬ হজার কৃষাণীকে প্রশিক্ষণ গুটি ইউরিয়া ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তন্মধ্যে শেরপুর জেলায় ১৩৫ ব্যাচে ৫ হাজার ৪০০ কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

(এইচবি/এএস/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test