E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

২০১৪ ডিসেম্বর ১০ ১৪:১৯:২৯
নড়াইলে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সদর উপজেলা ও জেলা পর্যায়ের শেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০জন জয়তিাকে সংবর্ধনা দেয়া হয়।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রায়হান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন নড়াইল জেলা প্রশাসক আ. গাফফার খান, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের তমজিদুর রহমানের স্ত্রী মর্জিনা বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীরের স্ত্রী বিকেবি কর্মকর্তা রওশন আরা কবির লিলি, সফল জননী নারী কালিয়া উপজেলার রামনগর গ্রামের বেগম মনোয়ারা সালাম, নির্যাতনের বিভীষিকা পিছনে পেলে নতুন সংগ্রামী নারী সদর উপজেলার তুলারামপুর গ্রামের আকরাম আলীর কন্যা রুপা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য অ্যাডভোকেট রমা রানী রায় সহ সদর উপজেলা পর্যায়ে অর্থনেতিকভাবে সাফল্যকারী রুখালী গ্রামের আবু শেখের কন্যা মোছা. হাজেরা বেগম এবং সফল জননী নারী শহরের মহিষখোলার রাবেয়া ইউসুফকে সংবর্ধনা দেয়া হয়।

সদর উপজেলা পর্যায়ের বাকি তিনজন জয়িতা রওশন আরা কবির লিলি, অ্যাডভোকেট রমা রানী রায় ও রুপা খাতুন জেলা পর্যায়ে জেলা পর্যায়েও মনোনীত হন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

(টিএআর/এএস/ডিসেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test