E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সমন্বয় সভা

২০১৫ মার্চ ০১ ১৫:১৭:২৮
মাগুরায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সমন্বয় সভা

মাগুরা প্রতিনিধি : অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মাগুরায় জেলা পর্যায়ে  স্থানীয় সরকার এসোসিয়েশন ও নির্বাচিত নারী প্রতিনিধিদের এক সমন্বয় সভা গতকাল শনিবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

স্বেচ্ছাসেবী সংস্থা ডেমক্রেসিওয়াচ ও রোভা ফাউন্ডেশন যৌথ ভাবে এ সমন্বয় সভার আয়োজনে করে । সভায় রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদরের মঘী ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আব্দুর লতিফ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা মহিলা কাউন্সিলর অ্যাড.তানজিরা রহমান , শ্রীপুর উপজেলা মহিলা কাউন্সিলর নার্গিস সুলতানা , শালিখা উপজেলা মহিলা কাউন্সিলর তহমিনা খাতুন , মহম্মদপুর উপজেলা মহিলা কাউন্সিলর রেশমা খাতুন ,মাগুরা পৌরসভার মহিলা কাউন্সিলর উম্বিয়া কুলসুম উর্মি ও ডেমক্রেসিওয়াচের মাঠ সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান । সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ,স্থানীয় ইউনিয়ন পরিষদে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় শ্রীপুর ও মাগুরা সদরের নির্বাচিত নারী প্রতিনিধিসহ সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় সার্বিক দায়িত্বে ছিলেন অপরাজিতা প্রকল্পের প্রোগাম অফিসার আবু হেনা মোস্তফা মামুন ।

(ডিসি/এএস/মার্চ ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test