E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকল্পে প্রস্তুতি সভা

২০১৫ মার্চ ০৪ ১৭:২১:০৮
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকল্পে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক : নারী অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে গঠিত নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বিগত ৩ মার্চ, ২০১৫ বিকাল ৩ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাকশন্ এর আকবরশাহ এর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা সহকারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকল্পে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয়কারী নাদিরা সুলতানার সঞ্চালনায় অ্যাডভোকেট নূরজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সদস্য হোসনে আরা বেগম, ফারহানা আক্তার, কামরুন্নাহার নাজু, সুলতানা আয়শা সাথী প্রমুখ। সভায় আন্তজার্তিক নারী দিবসের ইতিহাস সম্পর্কে আলোকপাত করা হয়। বক্তারা নারীর মর্যাদা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টি ও বিদ্যমান আইনের যথাযত বাস্তবায়ের জন্য সরকার ও সকলের প্রতি আহ্বান জানান।

নারীর ক্ষমতায়ন; মানবতার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি বৎসর ১০৫তম দিবস হিসেবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সহ অন্যান্য বে-সরকারি উন্নয়ন সংগঠনসমুহের যৌথ উদ্যোগে ৬মার্চ ’১৫ সকাল ১০ টায় নগরীর প্রবর্তক মোড়ে মানববন্ধন এবং ৮ মার্চ শিল্পকলা একাডেমী হতে শিশু একাডেমি পর্যন্ত র‌্যালী, শিশু একাডেমী মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং সকল অনুষ্ঠানমালায় নারী যোগাযোগ কেন্দ্র সক্রিয় ভাবে অংশগ্রহণ করবে।

(ওএস/এএস/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test