E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্মক্ষত্রে নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিতসহ ১০ দাবি

২০১৫ মার্চ ০৫ ১৫:০৫:০৮
কর্মক্ষত্রে নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিতসহ ১০ দাবি

স্টাফ রিপোর্টার : পোশাক শিল্পসহ সব কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিতসহ ১০ দফা দাবি জানিয়েছে দুটি সংগঠন।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার ‘নারীর ক্ষমতায়নই মানবতার উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে এসব দাবি জানান সংগঠন দুটির নেতারা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী উদ্যোগ কেন্দ্রের সহযোগিতায় বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স প্রোটেকশন অ্যালায়েন্স এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য ইস্রাফিল আলম বলেন, দেশের নারী পুরুষের বৈষম্য নিরসনে শিক্ষা ও রাজনীতির ক্ষেত্রে বহুমুখী গবেষণা হয়েছে। কিন্তু গার্মেন্টস শিল্পের নারী শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিরসনের উদ্যোগ অবহেলাতেই আছে।

তিনি বলেন, নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এগিয়ে আসলেও ধর্মীয় গোষ্ঠীদের বাধার কারণে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এসময় তিনি নারী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী বলেন, কর্মক্ষেত্রে বর্তমানে নারীদের যে সুযোগ সুবিধা তৈরি হয়েছে তা সবই সম্ভব হয়েছে নারী অধিকার আন্দোলনের ধারাবাহিকতায়।

নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিতে ১০ দফা দাবিগুলোর মধ্য অন্যতম হলো পোশাক শিল্পসহ সকল শিল্পে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, শ্রম আইন অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের ইউনিয়ন আইন বাস্তবায়ন, শ্রমিকের ইন্স্যুরেন্স নিরাপত্তা বাধ্যতামূলক করা, নারী শ্রমিকের সমান প্রশিক্ষণের সুযোগ দেওয়া, আবাসন ব্যবস্থা, শিক্ষা ও পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা, নারীদের চাকরির সার্ভিস বেনিফিট ও দুর্ঘটনার ক্ষতিপূরণ বৃদ্ধি।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেত্রী রেজা খাতুন, শারমীন শিরিন, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরান সুলতান বাহার, শহীদুল ইসলাম, নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন, মাহতাব উদ্দিন শহিদ প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test