E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শ্রমবাজারে নারীদের সুবিধা নিশ্চিত করতে হবে’

২০১৫ এপ্রিল ১৩ ১৬:৪৪:২৮
‘শ্রমবাজারে নারীদের সুবিধা নিশ্চিত করতে হবে’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শ্রমবাজারে নারীদের উপযুক্ত সুবিধা নিশ্চিত করতে হবে। কারণ বিশ্বজুড়ে হত-দরিদ্রদের মধ্যে নারীই অন্যতম। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ ওয়ার্ল্ড ব্যাংক ভবনের প্রেসটন অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।

স্পিকার বলেন, নারীর দুঃখ দুর্দশা মোচনে সামষ্টিক অর্থনৈতিক নীতিমালায় পরিবর্তন আনতে হবে। নীতিমালার এই পরিবর্তনে জেন্ডার সংবেদনশীলতাকে প্রাধান্য দিতে হবে। খাদ্য, স্বাস্থ্য ও অর্থনৈতিক সকল কর্মকাণ্ডে নারীদের জন্য সমতাভিত্তিক সুযোগ সৃষ্টি করতে হবে।

শিরীন শারমিন বলেন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নসহ সমগ্র পৃথিবীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পার্লামেন্টারি নেটওয়ার্ক, বিশ্বব্যাংক, আইএমএফসহ পৃথিবীর সকল দেশের এমপিদের একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ক্ষমতায়নের মুল ভূমিকা সংসদ সদস্যরাই পালন করে। পবিত্র সংবিধানের চেতনাকে সমুন্নত রেখে সংসদকে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

স্পিকার বলেন, শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা শুধুমাত্র নীতিমালা, অর্থনৈতিক নীতিমালার মধ্যে থাকলেই চলবে না। জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরির মাধ্যমে সমগ্র বিশ্বে জেন্ডার সমতা সৃষ্টি করতে হবে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ ঘোষিত দ্বৈত লক্ষ্য দারিদ্র নিরসন ও উন্নয়নে অংশগ্রহণ এই শ্লোগান বাস্তবায়নে নারীকে প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করতে হবে।

সম্মেলনে অংশগ্রহণকারী ১০০টি দেশের উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, সানজিদা খানম এমপি উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test