E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্যায়ক্রমে দেশের সব জেলায় হবে কর্মজীবী মহিলা হোস্টেল

২০১৫ আগস্ট ৩১ ১৮:২৫:২১
পর্যায়ক্রমে দেশের সব জেলায় হবে কর্মজীবী মহিলা হোস্টেল

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার বিকেলে রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুননেছা মুজিব অডিটরিয়ামে মহিলা বিষয়ক অধিদফতরের অধীনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। সমিতির মাধ্যমে একতাবদ্ধ হয়ে নারীদের সংগ্রাম করতে হবে। আর এ লক্ষ্য অর্জনে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমি, সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট ও মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক এ বি এম জাকির হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদফতরের অধীন নিবন্ধিত মহিলা সমিতির সংখ্যা ১৭ হাজার ৬৯৩টি।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test