E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনন্যা সম্মাননা পেলেন ১২ কীর্তিমান নারী

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৭:২৯:৫৪
অনন্যা সম্মাননা পেলেন ১২ কীর্তিমান নারী

স্টাফ রিপোর্টার : ২০১৪ সালে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর ১১ নারীকে অনন্যা শীর্ষদশ পুরস্কার ও একজনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে পাক্ষিক অনন্যা।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ পুরস্কার বিতরণীর আয়োজন করে প্রতিষ্ঠানটি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা নাসরিন মনোনীত নারীদের হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।

ইসমত আরা সাদেক বলেন, আমাদের দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছেন। তবে তাদের অনেক প্রতিবন্ধকতাও রয়েছে, বিশেষত গ্রামীণ নারীদের। তাদেরকে অধিকার সম্পর্কে আরো সচেতন করে তুলতে হবে, যেন নারীরা নিজেদের মানুষ ভাবতে পারেন।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রফেসর লায়লা নূর (ভাষাসৈনিক), অধ্যাপক ফারজানা ইসলাম (প্রথম নারী উপাচার্য), অধ্যাপক খালেদা একরাম (বুয়েটের প্রথম নারী ভিসি), মেহের আফরোজ চুমকি (রাজনীতি), ডা. তাহমিনা বানু (চিকিৎসা), রোকসানা সুলতানা (সমাজসেবা), ব্যারিস্টার তুরিন আফরোজ (আইন ও মানবাধিকার), নাজিয়া আন্দালিব প্রিমা (শিল্পকলা), সালমা খাতুন (খেলাধুলা), নাইমা হক ও তামান্না-ই-লুতফি।

এছাড়াও প্রথমবারের মতো অনন্যা বিশেষ সম্মাননা পান অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক সাংবাদিক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনু।

ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ফারজানা রূপা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পর পত্রিকাটির ২৭ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনন্যা শীর্ষদশ পুরস্কার বিতরণীর ২০ বছর উপলক্ষে পুরস্কারপ্রাপ্ত ২০০ জনের জীবন সংগ্রাম ও অর্জন নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test