E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের নারীরা এখন অনেক দূর এগিয়ে গেছেন’

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৮:৩৫:৩৯
‘দেশের নারীরা এখন অনেক দূর এগিয়ে গেছেন’

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের নারীরা এখন অনেক দূর এগিয়ে গেছেন। দেশের প্রধানমন্ত্রী, স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা তাদের অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন নারী ক্ষমতায়নে সামনের দিকের একটি দেশ। শনিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এসবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বর্ণ-কিশোরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিশ্বের সব থেকে ক্ষমতাধর ও গণতান্ত্রিক দেশে আমেরিকাতে কোনো নারী দেশের শীর্ষ পদ পাননি সেখানে বাংলাদেশে সকল ক্ষেত্রেই নারীদের ক্ষমতায়ন দেখা যাচ্ছে। নারীর ক্ষমতায়ন দেশের মধ্যে বাংলাদেশ রোল মডেল। কিভাবে নারীর ক্ষমতায়ন করা যায় সে ব্যাপারে বিশ্বের বড় বড় দেশ এখন বাংলাদেশের কাছ থেকে শিখতে চায়।

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রোগ্রাম অ্যান্ড পলিসির পরিচালক ড. লিয়াকত আলী, স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য শিক্ষা ব্যুরো অফিসার আব্দুল ওয়াহিদ আকন্দ, জেলা প্রশাসক বিল­াল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. দেব পদ রায়, বেগম লায়লা নাসিম প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, শুধু নারীর ক্ষমতায়নই নয়, স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। শুধু শহর অঞ্চলেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও এখন পাকা স্যানিটেশন ব্যবহার করা হয়। সকল শিশুরাই এখন খাবার আগে হাত ধৌত করে। এ সকল সফলতা একদিনে আসেনি। মানুষকে সচেতন করা হয়েছে বলেই আজ এ সফলতা এসেছে।

তিনি আরো বলেন, এখন যারা মেয়ে শিশু ভবিষ্যতে সেই একজন মা হবে। তাকে এখন থেকেই সকল বিষয়ে পর্যায়ক্রমে শিক্ষা দিতে হবে। বিয়ের বয়স, গর্ভকালীন পুষ্টি, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি, নবজাতকের পরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে তাদের শিক্ষা দান করতে পারলে শুধু তার নয়, সমাজ ও দেশ উপকৃত হবে। মাতৃত্ব দরজায় পা দেবার আগেই একটি কিশোরীকে যদি এ সকল বিষয়ে সচেতন ও শিক্ষিত করে তোলা যায়, তাহলে স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব অর্জনের মাধ্যমে বলিষ্ঠ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ বিষয়ে আরো সচেতনতা বাড়াতে তিনি সকলকে একত্রিত ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

বিকেলে মন্ত্রী সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test