E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নারীকে বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ করতে হবে’

২০১৫ ডিসেম্বর ০৯ ১৮:৩৭:৫০
‘নারীকে বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ করতে হবে’

স্টাফ রিপোর্টার : আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, নির্যাতিত হওয়ার চেয়ে নির্যাতনের শঙ্কা আরও ভয়াবহ। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নারীকে বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ করতে হবে।

বুধবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভার আলোচনায় তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, নারীরা জন্মের পর থেকে সারাজীবন শঙ্কার মধ্যে কাটান। প্রত্যেক নারী জীবনের কোনো না কোনো সময় নির্যাতন হওয়ার শঙ্কায় থাকেন।

একজন আরেকজনকে নির্যাতন করে ভালো থাকতে পারে না। একজনকে নির্যাতন করে নিজেও শঙ্কামুক্ত থাকতে পারে না। এসময় নারী নির্যাতন প্রতিরোধে নারীকে বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

জঙ্গিবাদকে সামাজিক ও সাংস্কৃতিক শক্তি থেকেই প্রতিহত করা সম্ভব মন্তব্য করে সুলতানা কামাল বলেন, আমরা যদি গণতন্ত্রমনা হই, তবে অবশ্যই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবো না। তার বিরুদ্ধে দাঁড়াবো।

যারা নারী বিরোধী ও অসাম্প্রদায়িক নন তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ও দেশ পরিচালনার দায়িত্বভার না দেওয়ার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান তিনি।

সমাজে কোনো অন্যায় হলে পাঁচজন মানুষ যতোটা ক্ষতি করে, একজন ভালো মানুষ অন্যায়ের প্রতিবাদী না হয়ে চুপ করে থাকলে তার চেয়ে বেশি ক্ষতি হয় বলেও মন্তব্য করেন ‘আমরাই পারি’র চেয়ারপারসন।

সুলতানা কামালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান শাহীন আনাম, ট্রেজারার শাহীন আক্তার ডলি, অক্সফাম’র প্রোগ্রাম ডিরেক্টর এমবি আক্তার, মানবাধিকারকর্মী ফৌজিয়া খন্দকার ইভা, মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া, চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও আমরাই পারি’র জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক।

সভার আগে সকালে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের ৪০টি জেলার ৭০ জন নারী কর্মী অংশগ্রহণ করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test