E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোকেয়া পদক পেলেন অ্যারোমা দত্ত ও নূরজাহান

২০১৬ ডিসেম্বর ০৯ ১৫:৩৯:৪০
রোকেয়া পদক পেলেন অ্যারোমা দত্ত ও নূরজাহান

স্টাফ রিপোর্টার : সমাজকর্মী অ্যারোমা দত্ত ও শিক্ষিকা বেগম নূরজাহান এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন। নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ পদক পান।

বেগম রোকেয়া দিবস ও রোকেয়া পদক-২০১৬ বিতরণ উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্ত প্রত্যেকে দুই লাখ করে টাকা এবং ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার পদক পান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর বেগম রেকেয়া দিবসে এই পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৩৯ জন নারীকে এ পদক দেয়া হয়েছে।

অ্যারোমা দত্ত ১৯৫০ সালের ২০ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সাল থেকে প্রত্যন্ত অঞ্চলে নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। বর্তমানে তিনি বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক পদে আছেন। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ছিলেন তিনি।

অপরদিকে পিরোজপুরের মঠবাড়িয়ার বেগম নূরজাহান স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীন বাংলার পতাকা সেলাই করেছিলেন। তিনি শিক্ষকতা করতেন। এছাড়া নারী অধিকার ও মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে নূরজাহান দুইবার জাতীয় মহিলা সংস্থার কুষ্টিয়া জেলা শাখার নেতৃত্ব দেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test