E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান

২০১৬ ডিসেম্বর ১০ ১৫:২৭:০৭
পাংশায় জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার ৯ডিসেম্বর সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মন্সী), পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

বক্তাগণ নারীশিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার কর্ম ও জীবনাদর্শ অনুস্মরণ করে নারী-পুরুষের বৈষম্যহীন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকল শ্রেণি পেশার মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সফল নারী কালুখালীর রতনদিয়া ইউপির তফাদিয়া গ্রামের জিন্নাতুন নেছা ঝরনা, একই উপজেলার বোয়ালিয়া ইউপির কালিনগর গ্রামের মোছাঃ বেদেনা, পাকশিয়া গ্রামের খোদেজা ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন, পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের জাহানারা খাতুন, শামিমা আক্তার মিনু ও বেগম নুরুন্নাহার এবং পাংশার হাবাসপুর ইউপির হাবাসপুর পূর্বপাড়া গ্রামের মোছাঃ জহুরা খাতুন নিজেদের সাফল্যগাথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

শেষে ৮জন জয়িতার মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন এনজিও কর্মকর্তা শান্তনা বেগম।

অনুষ্ঠানে নারীনেত্রী পারভীন মোরশেদ, নাজমা কায়কোবাদ, জেসমিন সুলতানা, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা পারভীন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের কর্মকর্তাগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

(এমএইচ/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test