E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘জাতি গঠনে মায়েদের ভূমিকা অনস্বীকার্য’

২০১৭ সেপ্টেম্বর ০৪ ১৯:৩৪:৩০
‘জাতি গঠনে মায়েদের ভূমিকা অনস্বীকার্য’

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেছেন একটি সুন্দর জাতি গঠনে মা’দের ভূমিকা অনস্বীকার্য । আজ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এদেশের রত্নগর্ভা মা’দের অবদানের কল্যানে। রবিবার সন্ধ্যায় টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ব্রাদার্স নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে প্রস্তাবিত ধুবড়িয়া কলেজ মাঠে রত্নগর্ভা মা’দের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন প্রতিটি মানুষের সাফল্যের পেছনে থাকে আমাদের মায়েদের অনুপ্রেরণা। আমাদের মায়েরা যদি আমাদের সুশিক্ষায় শিক্ষিত না করত তাহলে আমরা আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পারতাম না। আজকে ধুবড়িয়ার এই রত্নগর্ভা মা’দেরকে সম্মানিত করার মধ্যে দিয়ে দেশের প্রতিটি মা’কে সম্মানিত করা হল।

ধুবড়িয়া ব্রাদার্স এর আহবায়ক ইয়ামিন হোসেনের পরিচালনায় এবং ক্রাউন সিমেন্টের ইনডিপেনডেন্ট ডিরেক্টর গোলাম মোহাম্মদ শাহ্জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক খুরশিদ আলম বাবুল প্রমুখ।অনুষ্ঠানে তারানা হালিমের মা আখতার হালিম সহ ধুবড়িয়ার ৩০জন রতœগর্ভা মা’কে সম্মাননা স্বরুপ ক্রেস্ট,ফুল ও স্মরণিকা প্রদান করা হয়।

(আরকেএসআর/এএস/০৪ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test