E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে আমনের চারার তীব্র সংকট

২০১৭ অক্টোবর ০৪ ১৫:৩৯:০০
মদনে আমনের চারার তীব্র সংকট

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে আমন চারার তীব্র সংকট দেখা দেওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। চারা সংকটের কারনে অনেকের জমি অনাবাদি থাকার সম্ভাবনা রয়েছে বলে একাধিক কৃষক জানান। 

বন্যায় জলাদ্ধতায় বীজতলা নষ্ট হওয়ার পরবর্তী চারা সংকট তীব্র আকারে ধারন করেছে। বন্যার সময় রোপা আমনের মৌসূম চলছিল, পানিতে বেশি ভাগ জমির ধানের চারা নষ্ট হয়েছে। অনেকের জমিতে পানি উঠে যাওয়ায় আমন ধান রোপন করা সম্ভব হয়নি। যারা রোপন করেছিল এসব খেত গুলোতে দেখা গেছে, চারা পঁচে কালো হয়ে আছে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন, যাঁরা জমিতে একদফা সার দিয়ে ছিলেন তাদের পুরো জমির চারাই পচে গেছে। যারা সার দেননি এবং যে সব জমির পানি দ্রুত নেমে গেছে সেখানে কিছু চারা রক্ষা পেয়েছে। এসব জমি গুলোতে চারা সংগ্রহ করতে গিয়ে কৃষক গুলো হিমসিম খেতে হচ্ছে। অল্পস্বল্প যে চারা পাওয়া যাচ্ছে তার দাম স্বাভাবিকের চেয়ে চার-পাচঁ গুন বেশি । তাই অধিকাংশ কৃষকের পক্ষেই নতুন করে চারা কিনে আবাদ করা সম্ভব হচ্ছে না।

এ উপজেলায় ৯ হাজার ৪ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ। বন্যায় ৪৫ হেক্টর জমির বীজ তলা ও রোপা আমন ফসল তলিয়ে যাওয়ার পর বর্ষার পানি অসময়ে দ্রুত সরে যাওয়ায় এ বছর আমনের লক্ষ্যমাত্রা অর্ধেকের নেমে আসার আশষ্কা দেখা দিয়েছে।

রবিবার বালালী বাজারে আমন বীজের চারা কিনতে আসা তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামের কৃষক শাহজাহান,ধুবাওয়ালা গ্রামের কৃষক বট্টু, ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামের পালন, ফতেপুর গ্রামের ইনজিল খা, আব্দুল জব্বার জানায়, বন্যায় রোপন কৃত আমন ও বীজ তলায় ক্ষতি হয়ে যাওয়ার কারনে ২শ টাকার চারা ১ হাজার টাকা দিয়েও কিনতে পারছি না। এ বার অনেকেই জমি আবাদ করতে পারবে না।

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ বলেন, বোরো ধান ক্ষতির পর আবার নতুন করে আমন ধানের চারা ডুবে যাওয়ায় আমন ধানের চারার অনেক ক্ষতি হয়েছে। আবার অনেকের বীজ তলাও ডুবে গেছে। পানি নামতে শুরু করেছে। তবে আমন ধানের চারার সংকট দেখা দিয়েছে। দশতক জমি রোপন করতে ১ হাজার টাকার আমন চারা লাগছে।

কৃষি অফিসার মোঃ গোলাম রাসুল বলেন, আমন ধানের চারা সংকটের সত্যতা স্বীকার করে বলেন, এ দিকে চারার দাম বৃদ্ধি অপর দিকে দ্রুত বর্ষার পানি নেমে যাওয়ায় এবার আমন ধানের লক্ষ্য মাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে।

(এএমএ/এসপি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test