E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে মাছ চাষ করে ভাগ্য ফিরিয়েছে তালেব

২০১৭ অক্টোবর ০৫ ১৭:০৭:৩৭
ঈশ্বরদীতে মাছ চাষ করে ভাগ্য ফিরিয়েছে তালেব

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা) : মাছ চাষ করে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঈশ্বরদীর সফল মাছ চাষি আবু তালেব জোয়াদ্দার। শুধুমাত্র মাছ চাষ করেই তিনি হয়েছেন লাখ লাখ টাকার মালিক। একজন ভাল ফুটবলার হিসেবেও একসময়ে তার সুখ্যাতি ছিল সর্বত্র। ফুটবল খেলার পাশাপাশি প্রথমে শখের বসে মাছ চাষে ঝুঁকে পড়েন। এখন মাছের খামার করে তালেব তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়েছে।   

ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে আবু তালেব জোয়াদ্দার পড়াশুনা শেষ করে আর কোন পেশায় না গিয়ে ঝুঁকে পড়েন মাছ চাষের দিকে। বাবার জমিতে ২টি পুকুর দিয়ে ২০১২ সালে মাছ চাষ শুরু করেন। মাছ চাষ করে যখন তাঁর আর্থিক অবস্থা ভালো উন্নতির দিকে,তখন তিনি এলাকার বিভিন্ন মানুষের পরিত্যাক্ত ও অনাবাদি জমি খাজনা নিয়ে মাছের খামার প্রসারিত করতে থাকেন। এরপর এগিয়ে চলেছেন শুধু সামনের দিকে। বর্তমানে জোয়াদ্দার ৪৬ বিঘা জমিতে ১১টি পুকুরে মাছের চাষ করছেন ।

তালেব ঈশ্বরদীর একজন আদর্শ মাছ চাষি। তালেবের দেখা দেখি ওই এলাকার বেকার যুবকেরাও এখন মাছ চাষের দিকে ঝুঁকে পড়েছে। এখন তারাও বেশ ভালো অবস্থানে রয়েছেন। মৎস্য চাষের পাশাপাশি তালেব গড়ে তুলেছেন পোল্ট্রি খামার, ডেইরি ফার্ম, ছাগল-ভেড়ার খামার, ধান ও সবজি চাষের খামার। তার খামারের নাম দিয়েছেন জোয়াদ্দার মৎস্য খামার। এই খামারে এখন প্রতিদিন প্রায় ২০-২৫ জন শ্রমিক নিয়মিত কাজ করে থাকেন।

সাফল্যের বিষয়ে তালেব বলেন, বেকারত্ব দূরিকরণের জন্য এই পেশায় আসলেও এখন দেশের আমিষের চাহিদা কিছুটা হলেও পুরণ করতে সক্ষম হয়েছি। ঈশ্বরদী উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নাজমুল হুদা বলেন, মুলাডুলির জোয়াদ্দার মৎস্য খামারটি পরিপাটি ভাবে সাজানো। জোয়াদ্দার মৎস্য খামারের মাছ চাষের কারণে কিছুটা হলেও দেশের মাছের ঘাটতি পূরণে সচেষ্ট হবে বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test