E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ছাদে কৃষি বাগান সৃজনে সাড়া ফেলেছে হরিণাকুন্ডু কৃষি দপ্তর

২০১৭ অক্টোবর ২৪ ১৬:০২:৩৮
ছাদে কৃষি বাগান সৃজনে সাড়া ফেলেছে হরিণাকুন্ডু কৃষি দপ্তর

এস.এম শিহাব, হরিণাকুন্ডু (ঝিনাইদহ) : কৃষি বাগান সৃজন ও স্থাপনের পরামর্শ ও সহযোগীতা প্রদান করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা কৃষি দপ্তর। দপ্তরটির উদ্যোগে বিভিন্ন প্রকার প্লাস্টিকের ড্রাম কেটে স্টীলের ট্রে তৈরি করে বেগুন কিংবা মরিচ সহ সব ধরনের সবজি ফল এবং ফুল এখান থেকে সহজেই উৎপাদন করছে তারা। যা  থেকে ৭/৮ জনের পরিবারের সবজির চাহিদা পূরন করা সম্ভব।

যেকোন মৌসুমমে সবজি ও ফলমূল উৎপাদন করার সফলতা দেখে পরামর্শ গ্রহণকারীদের মাঝে ব্যপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী জানান।

তিনি আরো জানান, বিভিন্ন সময়ে প্রশিক্ষনের মাধ্যমে কৃষকদের এই প্রযুক্তি সম্পর্কে ধারনার দেওয়ার পরই অনেকেই নিজ উদ্যোগে বাসা বাড়ির ছাদে বাগান তৈরি করে নিজেদের পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হচ্ছেন।

ইতিমধ্যেই উপজেলার কৃষি অফিসারের নিজ উদ্যোগে পৌরসভার ১৫০ জন কৃষককে তালিকা করে তাদের মাঝে কুলের চারা, লাউয়ের বীজ, পালংশাকের বীজ ও লালশাক বীজ বিতরন করা হয়েছে। কৃষকদেরকে উৎসাহিত করার জন্য ইতিমধ্যেই উপজেলা কৃষি অফিসে তৈরী করা হয়েছে ছাদ কৃষি বাগান। যেখানে ঢেঁড়স, পুঁইশাক, লালশাক, পালংশাক, মূলা ও বেগুন জাতীয় সবজির চাষ। এছাড়াও ফুল ও ফলের মধ্যে রয়েছে মাল্টা, আপেল কুল, আম, পেয়ারা, কামরাঙ্গা, ড্রাগন ফল, আঙ্গুর ও গাঁদা ফুলসহ কয়েক প্রকার ফুল ও বিভিন্ন প্রকার গাছ।

উপজেলার কৃষি দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ছাদ কৃষি বাগান তৈরি করেছেন এমন কৃষকদের মধ্যে উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী ও ভূমি সহকারী সাইফুল ইসলাম জানান, তারা ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসের পরামর্শে নিজ বাসার ছাদে ছাদ কৃষি বাগান তৈরী করেছেন। যেখান থেকে নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা পূরন হচ্ছে সহজেই।

এদিকে উপজেলার কৃষি অফিসের ছাদ বাগান সহ পৌরসভার বিভিন্ন এলাকার কৃষকদের ছাদ বাগান পরিদর্শন করেছেন কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক ডিএই, যশোর, প্রকল্প পরিচালক, চাষী উন্নত পর্যায়ের ডাল, তেল ও পেঁয়াজ উৎপাদন সংরক্ষণ প্রকল্প, নজরুল ইসলাম, ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিন, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের প্রধান ও সুশিল সমাজের প্রতিনিধীবৃন্দ।


(এসএমএস/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test