E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে শীতের সবজি চাষে ব্যস্ত কৃষক

২০১৭ নভেম্বর ১২ ১৬:৩৪:১৮
আত্রাইয়ে শীতের সবজি চাষে ব্যস্ত কৃষক

নওগাঁ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আগাম শীতকালীন সবজি চাষে মহা ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার কৃষকরা। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে তারা জমিতে হাল চাষ, চারা রোপণ, ক্ষেতে পানি ও ক্ষেতের আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন।

এবার মৌসুমি নিন্মচাপ ও লঘুচাপ সঙ্গে করেই এসেছে ঋতুপর্ণা হেমন্ত। অসময়ের বৃষ্টিপাত আর নানা বৈরী আবহাওয়ার সঙ্গে ফসল ফলাতে লড়ছে এবার কৃষকরা। আবার সেই সঙ্গে কড়া নাড়ছে শীত। ভোরের কুয়াশাচ্ছন্ন শিশির ঝরা বাতাস। তবুও সকল বৈরীতা কাটিয়ে উঠে শীতকালীন সবজি চাষে ব্যস্ত এখন আত্রাইয়ের কৃষকরা। সবুজে সবুজে ভরে উঠছে মাঠ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি সীম গাছ, শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লাল শাকসহ রকমারি শীতকালীন সবজির চারা। দেখলে চোখ জুড়ে যায়।

বর্তমানে মাঠে মাঠে এসব ফসল পরিচর্যায় এখন ব্যস্ত কৃষক। কাক ডাকা ভোরে কোদাল, নিড়ানী, খাঁচি, বালতি, স্প্রে মেশিন ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ছে এখন কৃষকরা। ক্ষেতে নেমে পড়েন সবজি পরিচর্যার কাজে। বিকেল অবধি মাঠেই চারার গোড়ায় পানি ঢেলে সন্ধ্যায় ফিরছেন সবাই বাড়ি। তাদের কেউ দাঁড়িয়ে কোদাল চালাচ্ছেন, অনেকেই গাছের গোঁড়ালির পাশ দিয়ে ঘোরাচ্ছেন নিড়ানী, কেউবা খালি হাতেই গাছগুলো ঠিক করছেন। কেউ বা নেতিয়ে পড়া চারার স্থলে সতেজ চারা প্রতিস্থাপন করছেন।

এভাবে শীতকালীন সবজি নিয়ে চলছে কৃষকের কর্মযজ্ঞ। বেড়েই চলেছে কৃষকদের কাজের চাপ। ধান চাষে তেমন একটা সুবিধা করতে পারছেন না অনেক কৃষক। কোনোভাবেই লোকসান ঠেকাতে পারছেন না তারা। তাই রকমারি সবজি চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার অনেক কৃষক।

উপজেলার বড়ডাঙ্গা গ্রামের কৃষক আয়েত আলী ও মাগুড়াপাড়া গ্রামের কৃষক মোঃ জালাল উদ্দিন আহম্মেদ বলেন, সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলক মূলধনও কম লাগে। পরিশ্রমও তুলনামূলক কম। তবে পরিচর্যার ক্রটি করা যাবে না। এছাড়া চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালো। সবমিলিয়ে সবজি চাষকেই এসব কৃষকরা লাভজনক মনে করছেন।

শাহাগোলা ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের ফুলকপি ও বাঁধাকপি রোপন এবং পরিচর্যায় ব্যস্ত কৃষক মোঃ এলাহী জানান, কপির চারা রোপন ও পরিচর্যায় তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। এবার আগাম সবজি চাষে ভালো ফলন আশা করছেন তিনি।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি বিভাগ। বর্তমানে সীম, বেগুন, লালশাক, মুলা শাক, ফুলকপি, বাধাকপি, টমেটোর আবাদ চলছে বলে তিনি জানান।

সবজি চাষে যুক্ত উপজেলার কৃষকরা এবার বেশ উৎফুল্ল। কারণ তারা প্রাকৃতিক অনুকূল পরিবেশের জন্য এবার উৎপাদিত ফসলের ফলন ও দাম বেশ ভালো পাবেন বলে আশা করছেন তিনি ।

(বিএম/এসপি/নভেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test