E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 শ্রীবরদীতে চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০১৪ জুলাই ০৩ ১৫:২৬:২৭
 শ্রীবরদীতে চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুর প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি পুণর্বাসন কর্মসূচীর আওতায় শেরপুরের শ্রীবরদীতে ৩ জুলাই বৃহস্পতিবার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। এদিন উপজেলার ৯৪০ জন চাষীর মাঝে ৫ হাজার ৭০০ কেজি আমন ধানের বীজ এবং ১৯ মে. টন ডিএপি ও সাড়ে ৯ মে. টন এমওপি সার বিতরণ করা হয়।

শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন এবং বিশেষ অতিথি শেরপুর খামারবাড়ির শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাশ চন্দ্র পাল এসব কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরন করেন। এসময় উপজেলা কৃষি অফিসার এফ. এম. মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কষি সম্প্রসারণ অফিসার এ কে এম বজলুর রশিদ, সাইফুল ইসলাম ও সকল উপসহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ২০০ জন নেরিকা জাতের ধান উৎপাদনকারী চাষীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া উফসী ধান উৎপাদনকারী ৭৪০ জন চাষীর প্রতি জনকে ৫ কেজি উফসী ধান বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
(এইচবি/এএস/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test